এক্সপ্লোর
Advertisement
টি-২০ বিশ্বকাপ কি নির্দিষ্ট সময়েই হবে? আগামীকালের বৈঠকে নেওয়া হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
এবার টি-২০ বিশ্বকাপ না হলে অবশ্য আগামী বছরের প্রতিযোগিতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে।
দুবাই: এ বছরই কি নির্দিষ্ট সময়ে অস্ট্রেলিয়ায় হবে টি-২০ বিশ্বকাপ? করোনা ভাইরাসের জেরে এ বিষয়ে সংশয় রয়েছে। আইসিসি এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি। তবে আগামীকালের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে।
এর আগে তিনবার আইসিসি-র বৈঠকে টি-২০ বিশ্বকাপ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, এ বছরের অক্টোবর-নভেম্বরে টি-২০ বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তা সত্ত্বেও এ বিষয়ে এখনও নির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না আইসিসি। যদিও সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ স্থগিত রাখার সম্ভাবনাই বেশি।
এবার টি-২০ বিশ্বকাপ না হলে অবশ্য আগামী বছরের প্রতিযোগিতা নিয়ে জটিলতা তৈরি হতে পারে। কারণ, আগামী বছরের টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ভারতে। সেই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব হারাতে নিশ্চয়ই রাজি হবে না বিসিসিআই। তবে ভারতের করব্যবস্থা নিয়ে আবার আইসিসি-র সঙ্গে বিসিসিআই-এর টানাপোড়েন অব্যাহত। ফলে ভবিষ্যতে কী হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। অন্যদিকে, এবারের টি-২০ বিশ্বকাপ স্থগিত হয়ে গেলে সেই সময় আইপিএল হতে পারে বলেও জানা গিয়েছে। ফলে আগামীকালের বৈঠকের উপর অনেককিছু নির্ভর করছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement