CWC 2023: আসন্ন বিশ্বকাপের ম্যাসকট প্রকাশ করল আইসিসি
ICC World Cup 2023 Mascot: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দুই ভারতীয় অধিনায়ক শেফালি ভার্মা ও যশ ধুলের উপস্থিতিতেই এই ম্যাসকটিকে প্রকাশ্যে আনা হয়।
নয়াদিল্লি: আর দুই মাসও বাকি নেই, তারপরেই ভারতের মাটিতে শুরু হয়ে ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। সেই মেগা ইভেন্টের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের আগে দল গোছানোর কাজও শুরু করে দিয়েছে সকলেই। এরই মাঝে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির (ICC) তরফে টুর্নামেন্টের ম্যাসকটকে (ICC World Cup 2023 Mascot) প্রকাশ্যে আনা হল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দুই ভারতীয় অধিনায়ক শেফালি ভার্মা ও যশ ধুলের উপস্থিতিতেই এই ম্যাসকটিকে প্রকাশ্যে আনা হয়।
আইসিসির তরফে এই বলা হয় এই ম্যাসকটগুলি গোটা বিশ্বে ক্রিকেটের মাধ্যমে যে ঐক্যের ছবি পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, তারই প্রতিনিধি। প্রতিনিধি ক্রিস টেটলে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'এই চারিত্রিক বৈশিষ্ট্যই সংস্কৃতি এবং সীমানার বাধা পেরিয়ে সর্বজনের কাছে আবেদনময় করে তোলে ক্রিকেটকে। ঐক্য এবং আবেগের আলোকসঙ্কেত হিসেবে বিরাজ করে এই ম্যাসকট। ম্যাসকটে উভয় লিঙ্গেরই উপস্থিতি এই বিশ্বে সাম্যের গান গায়। আইসিসি পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আগ্রহী এবং সেই লক্ষ্যে এইগুলি ছোটদের জন্য বেশ আনন্দদায়ক হবে, যা আইসিসির টুর্নামেন্টগুলি বাদেও খেলার প্রতি ভালবাসা তুলে ধরবে।'
Witness the spirit of #CWC23 come alive 🤩
— ICC (@ICC) August 19, 2023
Meet the mascots who will unlock the magic of @cricketworldcup 2023 🎉
তবে আইসিসির তরফে এই ম্যাসকটগুলির কোনওরকম নামকরণ করা হয়নি। সেই দায়িত্ব দেওয়া হয়েছে সমর্থকদের। গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা এই ম্যাসকটদের নাম নির্ধারণ করার সুযোগ পাবেন। ম্যাসকটগুলি বিশ্বকাপের আগে পর্যন্ত সমর্থকদের সঙ্গে ডিজিটাল, ব্রডকাস্ট এবং সামনাসামনি, না না মাধ্যমেই সাক্ষাৎ করবেন। ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে। চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল খেলা হবে। এর আগেও ভারতের মাটিতে একাধিকবার বিশ্বকাপের আসর বসেছে। তবে এইবারই প্রথম গোটা টুর্নামেন্টেই ভারতের মাটিতে আয়োজিত হবে। ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। শীঘ্রই শুরু হয়ে যাবে টিকিট বিক্রিও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: এশিয়ার কাপের প্রস্তুতি নিতে অভিনব পন্থা, আগুনের উপর হাঁটলেন বাংলাদেশি ক্রিকেটার