এক্সপ্লোর
কাল থেকে শুরু মহিলাদের টি-২০ বিশ্বকাপ, প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত
ধারাবাহিকতার অভাবই ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান সমস্যা।

ছবি সৌজন্যে ট্যুইটার
সিডনি: আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে মহিলাদের টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। কাল সিডনিতে প্রথম ম্যাচ। দলে থাকতে পারেন বাংলার তরুণী রিচা ঘোষ। অপর এক তরুণী শেফালি বর্মাও ভারতের ভরসা। এছাড়া ওপেনার স্মৃতি মন্ধানা, অধিনায়ক হরমনপ্রীত কউরকেও ভাল পারফরম্যান্স দেখাতে হবে। এখনও পর্যন্ত একবারও মহিলাদের টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ভারতীয় দল, এমনকী ফাইনালেও উঠতে পারেনি। অন্যদিকে, চারবার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। ফলে কাল ভারতের লড়াই কঠিন। ধারাবাহিকতার অভাবই ভারতের মহিলা ক্রিকেট দলের প্রধান সমস্যা। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ভাল খেলতে পারেননি হরমনপ্রীতরা। ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। প্রথম ম্যাচের আগে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার শিখা পাণ্ডে জানিয়েছেন, ‘ওপেনিং বোলার হিসেবে শুরুতে উইকেট নেওয়াই সবসময় আমার লক্ষ্য থাকে। সেই লক্ষ্য বদলায়নি। প্রথম ৬ ওভারের মধ্যেই আমরা উইকেট তুলতে চাই। তারপর ডেথ ওভারে বিপক্ষের ব্যাটসম্যানদের যথাসম্ভব কম রানে বেঁধে রাখাই আমাদের লক্ষ্য থাকে। আমার মনে হয়, টি-২০ ম্যাচে ১৫০ রান জেতার জন্য যথেষ্ট। প্রথম ৬ ওভারে যত বেশি সম্ভব রান করতে চায় ব্যাটসম্যানরা। ওরা ইচ্ছামতো শট খেলার স্বাধীনতাও পায়। আমাদের অবশ্যই শেষ চারে যাওয়া উচিত।’ ভারতের প্রধান কোচ ডব্লু ভি রমন অবশ্য নিজেদের ফেভারিট হিসেবেই দেখছেন। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘২০১৮ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে আমাদের অনেক উন্নতি হয়েছে। আমাদের ফিটনেস, ফিল্ডিংয়ে তৎপরতা, ব্যাটিংয়ের ধরন বদলেছে।’ ভারতীয় দল- হরমনপ্রীত কউর (অধিনায়ক), তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), হারলিন দেওল, রাজেশ্বরী গায়কোয়াড়, রিচা ঘোষ, বেদা কৃষ্ণমূর্তি, স্মৃতি মন্ধানা, শিখা পাণ্ডে, অরুন্ধতী রেড্ডি, জেমাইমা রডরিগেজ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, শেফালি বর্মা, পুনম যাদব ও রাধা যাদব।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















