ব্যাটিং ভাল হলে যে কোনও দলকে হারাতে পারি: আফগান ক্রিকেট অধিনায়ক
নয়াদিল্লি: মাত্র ২ টেস্ট খেলেই প্রথম জয়ের স্বাদ পেয়ে গেল ক্রিকেট বিশ্বের নবাগত আফগানিস্তান দল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে ১৩৯ রানের পার্টনারশিপের ওপর ভর করে জয় ছিনিয়ে নেয় আফগানরা। এর আগে, কেরিয়ারের সেরা বোলিং করেন তরুণ স্পিনার রশিদ খান। ৮২ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন তিনি। মূলত, তাঁর দৌলতেই দ্বিতীয় ইনিংসে আয়ারল্যান্ডের স্কোর ২৮৮-তেই আটকে যায়। জলের পর দলের অধিনায়ক অল-রাউন্ডার মহম্মদ নবির দাবি, যতি তাঁরা সঠিকভাবে ব্যাট করেন, তাহলে যে কোনও দলকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের। তিনি বলেন, বিশ্বের সেরা স্পিনার রয়েছে আমাদের দলে। ফলে, এখন দলের ব্যাটিংয়ের ওপর নজর দিতে হবে। যদি স্কোরবোর্ডে ভাল স্কোর দাঁড় করাতে পারি, তাহলে যে কোনও দলকেই পরাস্ত করতে পারব। ৩৪ বছরের নবি বলেন, আফগানিস্তানের জন্য আজ ঐতিহাসিক দিন। বিশেষ করে, তাঁদের জন্য যাঁরা শূন্য থেকে শুরু করে আজ দলকে টেস্ট ক্রিকেটের মর্যাদা পেতে সাহায্য করেছে। এখন আমরা দুটি টেস্ট খেলেই একটিতে জয় পেয়েছি। এর ফলে, অন্যান্য দল আমাদের খেলতে ডাকবে। কোনও দলই দুর্বল দলের বিরুদ্ধে খেলতে চায় না।