IND A vs BAN A: জাকির, শান্তর ব্যাটে ভর করে তৃতীয় দিনের শেষে লড়াই চালাচ্ছে বাংলাদেশ
BAN A: প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১২ রানেই অল আউট হয়ে গেলেও, তৃতীয় দিনের শেষে বাংলাদেশ 'এ' মাত্র এক উইকেট হারিয়ে ইতিমধ্যেই ১৭২ রান তুলে ফেলেছে।
![IND A vs BAN A: জাকির, শান্তর ব্যাটে ভর করে তৃতীয় দিনের শেষে লড়াই চালাচ্ছে বাংলাদেশ IND A vs BAN A: Zakir Hasan and Najmul Hossain Shanto keeps Bangladesh fight going in Day 3 IND A vs BAN A: জাকির, শান্তর ব্যাটে ভর করে তৃতীয় দিনের শেষে লড়াই চালাচ্ছে বাংলাদেশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/01/3ca34ad5ad1c33c49dddfdaa18e6ac361669907866347507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কক্সবাজার: বাংলাদেশের বিরুদ্ধে অভিমন্যু ঈশ্বরণ ও যশস্বী জয়সবালের শতরানে ভর করে ভারতীয় 'এ' দল (India A) দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ৪০৪ রান তুলে ফেলেছিল। তৃতীয় দিনে ৪৬৫ রানে ইনিংস ঘোষণা করে দেয় ভারত। প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১১২ রানেই অল আউট হয়ে গেলেও, দ্বিতীয় ইনিংসে বেশ লড়াই করছেন বাংলাদেশিরা। সৌজন্যে জাকির হাসান (Zakir Hasan)।
উপেন্দ্রর অর্ধশতরান
এদিন ৪০৪ রানে ইনিংস শুরু করেছিল ভারত 'এ'। তিলক বর্মা ৩৩ রানর মাথায় আহত হয়ে মাঠ ছাড়েন। তবে উপেন্দ্র যাদব নিজের অর্ধশতরান পূরণ করেন। তিনি ১২২ বলে ৭১ রানের একটি সুন্দর ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চার ও দুইটি ছক্কায়। অতীত শেঠ আট রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে ওপার বাংলার দলের হয়ে দুই ওপেনার জাকির ও মাহমুদুল হাসান জয় শুরুটা বেশ ভাল করেন। দুইজনে ওপেনিংয়ে ৭১ রান যোগ করেন। ২১ রানে জয়কে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন সৌরভ কুমার।
জাকির-শান্তর লড়াই
তবে জয় আউট হলে জাকির ক্রিজে টিকে থাকেন। তাঁকে যোগ্য সঙ্গ দেন নাজমুল হোসেন শান্ত। দুইজনে মিলে দ্বিতীয় উইকেটে ইতিমধ্যেই শতাধিক রানের (অপরাজিত ১০১ রান) পার্টনারশিপ গড়ে ফেলেছেন। জাকির ৮১ রানে অপরাজিত থাকেন। তিনি আটটি চার ও দুইটি ছক্কা হাঁকান। অপরদিকে, শান্ত ৫৬ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের শেষে বাংলাদেশ 'এ' দল ১৮১ রানে পিছিয়ে রয়েছে। এদিন ভারতীয় বোলাররা ম্যাচে তেমন প্রভাব ফেলতে পারেননি। চতুর্থ দিনে সেই ছবি বদলায় কি না, এখন সেটাই দেখার।
উপদেষ্টা কমিটিতে মলহোত্র
ভারতীয় ক্রিকেটে (BCCI) ফের বড় দায়িত্বে ফিরলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক মলহোত্র (Ashok Malhotra)। বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটিতে জায়গা পেলেন জাতীয় দলের প্রাক্তন তারকা।
বৃহস্পতিবার বোর্ড থেকে ঘোষণা করা হল, নতুন ক্রিকেট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্য হলেন অশোক মলহোত্র, যতীন পরাঞ্জপে ও সুলক্ষণা নায়েক। ভারতের হয়ে ৭টি টেস্ট ম্যাচ ও ২০টি ওয়ান ডে খেলেছেন মলহোত্র। ভারতীয় ক্রিকেটারদের সংস্থার (আইসিএ)-র প্রেসিডেন্টও ছিলেন। পরাঞ্জপে ভারতের হয়ে ৪টি ওয়ান ডে খেলেছেন। তিনি জাতীয় নির্বাচক হিসাবেও কাজ করেছেন। সুলক্ষণা জাতীয় দলের হয়ে ২টি টেস্ট, ৪৬টি ওয়ান ডে ও ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
আরও পড়ুন: খোলস ছেড়ে বেরতে হবে ভারতের ওপেনারদের, বলছেন প্রাক্তন নির্বাচক
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)