Glenn Maxwell: অবিশ্বাস্য! বাউন্ডারির বাইরে উড়ে গিয়ে ছক্কা আটকে দিলেন ম্যাক্সওয়েল
IND vs AUS, 1st T20: হইচই ফেলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। হর্ষল পটেলের নিশ্চিত ছক্কা শরীর শূন্যে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ভাসিয়ে দিয়ে আটকে দিয়েছেন অজি অলরাউন্ডার।
মোহালি: কেউ বলছেন বাজপাখি। কারও মতে জেটপ্লেন। কারও মতে, মানুষের পক্ষে এই কাজ কি আদৌ সম্ভব!
হইচই ফেলে দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। হর্ষল পটেলের নিশ্চিত ছক্কা শরীর শূন্যে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ভাসিয়ে দিয়ে আটকে দিয়েছেন অজি অলরাউন্ডার।
ভারতীয় ইনিংসের উনিশতম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে নাথান এলিসকে লং অন বাউন্ডারির বাইরে ওড়াতে যান হর্ষল পটেল। ক্রিজের উল্টো দিকে থাকা হার্দিক পাণ্ড্য রান নিতে গিয়েছিলেন। কিন্তু শট মেরে হর্ষল নিশ্চিত ছিলেন যে, ছক্কা হচ্ছেই। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ম্য়াক্সওয়েল। তিনি কয়েক পা পিছিয়ে গিয়ে শরীর শূন্যে ভাসিয়ে দেন। বাউন্ডারির বাইরে থেকে বল ধরে মাঠে ফিরিয়ে দেন। হতবাক হর্ষল তখন দৌড়তে শুরু করেন। একটিমাত্র রান নিতে সক্ষম হন। পরে ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ফিল্ডিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
Maxwell saved precious runs while fielding well👍😍 #INDvsAUS #Maxwell pic.twitter.com/k4TMgY39bh
— Adarsh singh (@Adarsh89845706) September 20, 2022
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রান পেলেন না বিরাট (Ind vs Aus)। ৭ বলে মাত্র ২ রান করে ফিরলেন নবাগত পেসার নাথান এলিসের বলে। রান পেলেন না অধিনায়ক রোহিত শর্মাও। ৯ বলে ১১ রান করে ফিরলেন জস হ্যাজলউডের বলে।
কোহলি-রোহিতের ব্যর্থতার রাতে ভারতের ভরসা হয়ে হাজির হলেন তিন তারকা। কে এল রাহুল। টি-২০ ক্রিকেটে যাঁর স্ট্রাইক রেট নিয়ে একের পর এক প্রশ্ন উঠেছে। মঙ্গলবার ৩৫ বলে ১৫৭-র বেশি স্ট্রাইক রেট রেখে ৫৫ রান করলেন রাহুল। ঝোড়ো ব্যাটিং করলেন সূর্যকুমার যাদবও। ২৫ বলে করলেন ৪৬ রান। বিশ্বক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি বলা হচ্ছে সূর্যকে। মোহালিতেও সূর্যোদয় হল। ২টি বাউন্ডারি। সঙ্গে ছক্কা চারটি! শেষ দিকে ঝড় তুললেন হার্দিক পাণ্ড্যও। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত তিনি করলেন ৩০ বলে অপরাজিত ৭১ রান। প্রথমে ব্যাট করে ভারত তুলল ২০৮/৬।
ভারতের প্রথম একাদশে ঋষভ পন্থ না দীনেশ কার্তিক, উইকেটকিপার হিসাবে কাকে খেলানো হবে, তা নিয়ে বেশ কিছুদিন ধরে চর্চা চলছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, ছন্দে থাকা কার্তির টি-টোয়েন্টি ক্রিকেটে পন্থের চেয়ে এগিয়ে এবং ডিকে-রই সুযোগ প্রাপ্য। যদিও এশিয়া কাপে পরের দিকে পন্থকে খেলানো হয়েছিল। মঙ্গলবার অবশ্য ডিকে-র দক্ষতাতেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি কার্তিক। তাঁকে এদিন নামানো হয় সাত নম্বরে। অক্ষর পটেলেরও আগে। ৫ বলে ৬ রান করে আউট হয়ে যান ডিকে। অক্ষরও ব্যাট হাতে ব্যর্থ। তিনিও ৫ বলে ৬ রান করে ফেরেন।
তবে সেই ব্যর্থতা ঢেকে যায় স্লগ ওভারে হার্দিকের ব্যাটিং ঝড়ে। শেষ চার ওভারে ৬০ রান যোগ করে ভারত। একটা সময় মনে করা হয়েছিল, ১৮০ রানে শেষ করবে ভারত। সেখান থেকে দুশো পেরিয়ে যাওয়া হার্দিকের ব্যাটিং তাণ্ডবেই।