এক্সপ্লোর
Advertisement
দেখুন: ‘রোহিত ছয় মারতে পারলে আমি মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করব’, টিম পেইনের মজাদার স্লেজিং
মেলবোর্ন: টেস্টে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্সে ভর করে মজবুত অবস্থানে ভারত। চলতি সিরিজের তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় ব্যাটসম্যানদের দাপটের মধ্যেই নজর কাড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। স্ট্যাম্পের পিছনে দাঁড়িয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মনোযোগ ভঙ্গ করার প্রয়াস চালাতে দেখা দেল তাঁকে। রোহিত শর্মাকে বিরক্ত করতে আইপিএলের প্রসঙ্গও টেনে আনলেন তিনি।রোহিতকে বড় শট খেলার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে শোনা গেল তাঁকে। তাঁর এইসব কথাবার্তা ধরা পড়ল স্ট্যাম্প মাইকে।
রোহিত ব্যাট করতে নামার সময় নাথন লায়নকে আক্রমণে আনেন পেইন। প্রথম স্লিপে উসমান খোয়াজা ও শর্ট লেগে অ্যারন ফিঞ্চকে ফিল্ডিং করতে আনেন পেইন। এরপর রোহিতের ওপর মানসিক চাপ তৈরির চেষ্টা করেন উইকেটরক্ষক পেইন। তাঁকে বলতে শোনা গেল, ‘আমি প্রায়ই রাজস্থান রয়্যালস, না মুম্বই ইন্ডিয়ান্স, কোন টিমকে সমর্থন করব ভেবে পাই না। তবে যদি রোহিত লায়নকে ছক্কা মারে তাহলে মুম্বই ইন্ডিয়ান্সকে সমর্থন করতে শুরু করব’।
কথাগুলো সরাসরি রোহিতকে বলছিলেন না পেইন। ফিঞ্চকে শুনিয়ে শুনিয়ে এ সব কথাবার্তা চালাচ্ছিলেন অজি অধিনায়ক। রোহিত অবশ্য এই সব কথার কোনও জবাবই দেননি।"It's always been a toss up for me between the @rajasthanroyals and the @mipaltan, who I support. "If @ImRo45 hits a six here I'm changing to Mumbai." 😂 #AUSvIND pic.twitter.com/f43AqkZHdl
— #7Cricket (@7Cricket) December 27, 2018
এরপর পেইন ফের বলতে শুরু করেন, ‘কিন্তু রাজস্থান রয়্যালসে বেশ কয়েকজন অজি খেলোয়াড় রয়েছে। ফিঞ্চও তাঁর সঙ্গে যোগ দিয়ে বলেন, আমিও তো রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছি’। পেইন বলেন, ‘আরে, তুমি তো দেখছি সব টিমের হয়েই খেলেছ’। তখন ফিঞ্চ বলেন, ‘শুধু বেঙ্গালুরু বাদে’। রোহিতের মনঃসংযোগ ভঙ্গ করার এই চেষ্টা অবশ্য সফল হয়নি। তিনি তাঁর টেস্ট কেরিয়ারের দশম হাফসেঞ্চুরি পূর্ণ করেন।"If Rohit hits a six here I'm changing to Mumbai" 😂#AUSvIND pic.twitter.com/JFdHsAl84b
— cricket.com.au (@cricketcomau) December 27, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement