এক্সপ্লোর
Advertisement
দেখুন: রোপ চ্যালেঞ্জে কেএল রাহুলকে হারালেন শ্রেয়স আয়ার
বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। আজ রাজকোটে দ্বিতীয় ম্যাচে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনাই লক্ষ্য ভারতীয় দলের। ভারতীয় দলে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাড়তি নজর রয়েছে। নিজেদের ফিট রাখার ক্ষেত্রে চেষ্টায় কোনও খামতি নেই খেলোয়াড়দের।
রাজকোট: বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের প্রথম ম্যাচে হেরে গিয়েছে ভারত। আজ রাজকোটে দ্বিতীয় ম্যাচে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়ে আনাই লক্ষ্য ভারতীয় দলের। ভারতীয় দলে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে বাড়তি নজর রয়েছে। নিজেদের ফিট রাখার ক্ষেত্রে চেষ্টায় কোনও খামতি নেই খেলোয়াড়দের। রাজকোটের ম্যাচের আগেও তার ব্যতিক্রম হল না। বিসিসিআই ট্যুইটারে টিম ইন্ডিয়ার জিম সেশনের একটি ভিডিও প্রকাশ করেছ। ওই ভিডিওতে দলের দুই ক্রিকেটার কেএল রাহুল ও শ্রেয়স আয়ারকে একে অপরের সঙ্গে রোপ চ্যালেঞ্জ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে। আর এই চ্যালেঞ্জে ৫ এর ব্যাবধানে আয়ার পিছনে ফেললেন রাহুলকে।
ওই চ্যালেঞ্জে দুই ক্রিকেটারকেই ৩০ সেকেন্ড করে প্রতিযোগিতায় সামিল হতে বলা হয়। যে বেশিবার পারফর্ম করবেন, তিনিই জিতবেন। নির্ধারিত সময়ে রাহুল ৪৫ বার তা অনুশীলন করেন। আয়ার করলেন ৫০ বার।
প্রথম ম্যাচে রাহুল ও আয়ার দুজনেই ভালো রান পাননি। রাহুল ১৫ এবং আয়ার ২২ রান করেন। প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মুশফিকর রহিমের অপরাজিত ৬০ রানের ভর করে বাংলাদেশ ম্যাচ জিতে যায়। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ভারতের বিরুদ্ধে এটাই প্রথম জয় বাংলাদেশের।WATCH: @klrahul11 & @ShreyasIyer15 make 'waves' in the gym.
What's new inside #TeamIndia's gym session? @NickWebb101 gives it a twist. Find out here -????????https://t.co/tiY845xajG - by @28anand pic.twitter.com/0CeNDNDfqa — BCCI (@BCCI) November 6, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement