Virat Kohli Record: হেডিংলে টেস্টে বিরাটের সামনে অনন্য রেকর্ডের হাতছানি
Virat Kohli Record: হেডিংলেতে নামার আগে নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ টেস্টে রান পাননি ভারত অধিনায়ক।
হেডিংলে: ব্যাটে রান নেই। তবে তৃতীয় টেস্টে নামার আগে আরও এক রেকর্ডের হাতছানি বিরাট কোহলির সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রান পূরণ করতে ভারত অধিনায়কের আর দরকার ৬৩ রান। এই মুহূর্তে ৪৩৭ ম্যাচে ২২ হজার ৯৩৭ রান ঝুলিতে পুরেছেন কোহলি।
প্রায় ২ বছর হয়ে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান নেই বিরাটের। ২০১৯ সালের নভেম্বর মাসে শেষবার ইডেনের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপর থেকে ৪৯টি ইনিংস খেলেছেন আন্তর্জাতিক মঞ্চে, কিন্তু শতরানের দেখা পাননি। সম্প্রতি রানের গড়ও তলানিতে ঠেকেছে। মনে করা হচ্ছে যে বিরাট তাঁর কেরিয়ারের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তবে রেকর্ডের হাতছানি রয়েছে কিং কোহলির হেডিংলেতে নামার আগেও। আর মাত্র ৬৩ রান যদি হেডিংলের ২ ইনিংস মিলে বিরাট তাঁর স্কোরবোর্ডে জুড়ে দিতে পারেন, তবেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের মালিক হয়ে যাবেন তিনি।
ভারতের হয়ে এখনও পর্যন্ত মাত্র ২ জন মাত্র এই মাইলস্টোন ছুঁয়েছেন। সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় ২ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই আন্তর্জাতিক কেরিয়ারে ২৩ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেছেন। সচিন তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ৩৪ হাজার ৩৫৭ রান করেছেন। রাহুল দ্রাবিড় তাঁর কেরিয়ারে ২৪ হাজার ২০৮ রান করেছেন।
বিশ্ব তালিকায় যদিও রয়েছেন আরও অনেকেই। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস এই তালিকায় রয়েছেন, যাঁরা বিরাটের থেকে বেশি রান করেছেন আন্তর্জাতিক কেরিয়ারে।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে ভারত। প্রথম টেস্ট ড্র হলেও দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ১-০ ব্যবধানে সিরিজেও এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হেডিংলেতে আগামী ২৫ অগাস্ট থেকে তৃতীয় টেস্টে খেলতে নামবে বিরাট বাহিনী। সেই ম্যাচেই বিরাটের ব্যাটে রান দেখতে চাইছেন তাঁর ভক্তরা।