Ind vs Eng, Score Update: শুরুতেই বিধ্বংসী অ্যান্ডারসন, জোড়া উইকেট হারিয়ে চাপে ভারত
Ind vs Eng, 5th Test: এজবাস্টনে টেস্টের প্রথম সেশনের লড়াইয়ে এগিয়ে রইলেন অ্যান্ডারসনই। তাঁর বলের বিষাক্ত স্যুইংয়ে ঘায়েল ভারতের ওপেনাররা।
বার্মিংহ্যাম: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে তিনি খেলতে পারেননি। চোটের জন্য ভারতের বিরুদ্ধেও তাঁর নামা নিয়ে সংশয় ছিল। কিন্তু বৃহস্পতিবারই জানা যায় যে, জেমস অ্যান্ডারসন (James Anderson) ফিট। ভারতের বিরুদ্ধে খেলবেনও। তখন থেকেই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রড (Stuart Broad) জুটির দ্বৈরথ দেখার অপেক্ষায় ছিলেন ক্রিকেট ভক্তরা।
এজবাস্টনে টেস্টের প্রথম সেশনের লড়াইয়ে এগিয়ে রইলেন অ্যান্ডারসনই। তাঁর বলের বিষাক্ত স্যুইংয়ে ঘায়েল ভারতের ওপেনাররা। শুভমন গিল (Shubhman Gill) ২৪ বলে ১৭ রান করে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোরবোর্ডে তখন মাত্র ২৭ রান উঠেছে। এরপরই ফেরেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। যাঁকে দিয়ে এই ম্যাচে ইনিংস ওপেন করাচ্ছে ভারত। নিয়মিত ওপেনার কে এল রাহুল (KL Rahul) ও রোহিত শর্মা (Rohit Sharma), কেউই এই ম্যাচে না খেলায়। কাউন্টি ক্রিকেটে দুরন্ত ছন্দে ছিলেন পূজারা। কিন্তু শুক্রবার অ্যান্ডারসনের বিরুদ্ধে তিনি দাঁড়াতে পারলেন না। ৪৬ বলে ১৩ রান করে ফিরে যান পূজারা।
লাঞ্চ বিরতিতে ভারতের স্কোর ৫৩/২। টস জিতে প্রথমে ভারতকে ফিল্ডিং করতে পাঠিয়ে প্রথম সেশনে অন্তত দাপট দেখিয়েছেন ইংরেজ পেসাররাই। তবে বৃষ্টি এসে ম্যাচে বিঘ্ন ঘটিয়েছে। প্রথম সেশনে ২০.১ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টিতে খেলা স্থগিত হয়ে যায়। আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন যে, সময় নষ্ট আটকাতে মধ্যাহ্নভোজের বিরতি নির্ধারিত সময়ের আগেই নিয়ে নেওয়া হবে। সেই মতো লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়।
Early Lunch has been taken.#TeamIndia 53/2 at Lunch on Day 1 https://t.co/xOyMtKJzWm #ENGvIND
— BCCI (@BCCI) July 1, 2022
Weather permitting, second session to restart at 12.48 PM local time (5.18 PM IST) pic.twitter.com/Xmxv2QIYRq
ভারতীয় সময় সন্ধ্যা পৌনে ছটার খবর হচ্ছে, বৃষ্টি থামলেও মাঠ ভিজে থাকায় ম্যাচ এখনও শুরু করা যায়নি। স্থানীয় সময় দুপুর ১.১৫-র সময় ফের মাঠ পর্যবেক্ষণ করবেন ম্যাচ রেফারি ও দুই আম্পায়ার। তারপর ঠিক হবে কখন ম্যাচ শুরু করা হবে। আপাতত ক্রিজে রয়েছেন বিরাট কোহলি (১ ব্যাটিং) ও হনুমা বিহারী (১৪ ব্যাটিং)।
আরও পড়ুন: কোহলিরা যে মাঠে টেস্ট খেলছেন, সেটাই হতে চলেছে ক্রুণালের ঘরের মাঠ, কীভাবে ?