BazBall: স্টোকসদের দুরন্ত জয়ের পর ক্রিকেট বিশ্বের শিরোনামে 'বাজবল', কী এর অর্থ?
Ind vs Eng: অনেকে বলছেন, বাজবল কথাটির অর্থ ভয়ডরহীন ক্রিকেট। যে সাহসী ক্রিকেটের কথা ভারতকে হারিয়ে উঠে বলেছেন বেন স্টোকসও।

বার্মিংহ্যাম: 'বাজবল' (BazBall)। ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছে এই একটি শব্দ। এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের (Ind vs Eng) দুরন্ত জয়ের পর সকলেই মজেছেন বাজবলে। কিন্তু কী এই বাজবল? কেনই বা ব্যবহৃত হচ্ছে এই শব্দ?
এ নিয়ে অনেকগুলো তত্ত্ব উঠে আসছে। এজবাস্টন টেস্টের পর ‘বাজবল’ তত্ত্ব নিয়ে রাহুল দ্রাবিড়কেও (Rahul Dravid) প্রশ্ন করা হয়। তাতে ভারতীয় দলের হেড কোচ এমন উত্তর দেন যে, হাসিতে ফেটে পড়েন সাংবাদিকরা। মঙ্গলবার এজবাস্টনে ভারতের হারের পর সাংবাদিক বৈঠকে ‘বাজবল’ নিয়ে প্রশ্নের মুখে পড়েন দ্রাবিড়। এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘বাজবল নিয়ে অনেক কথা হচ্ছে। কেউ কেউ বলছেন, এই দর্শনে ক্রিকেট পুরোপুরি পাল্টে যাবে। কোচ হিসেবে বাজবল নিয়ে আপনার কী মত?’ সেই প্রশ্নের জবাবে হেসে দ্রাবিড় বলেন, ‘ওটা কী বিষয়, ঠিক জানি না।’ তাতেই সাংবাদিকরা হেসে ফেলেন।
দ্রাবিড় অবশ্য যোগ করেন, 'আমি অবশ্যই বলব, শেষ চারটি টেস্টে ওরা (ইংল্যান্ড) যে ধরনের ক্রিকেট খেলছে, সেটা খুব ভাল। রান তাড়া করার ক্ষেত্রে ওরা ভাল খেলছে। বিশেষত ইংল্যান্ডে চতুর্থ ইনিংসে রান তাড়া করা সহজ নয়। তবে কোনও দল কোন ঘরানার ক্রিকেট খেলবে, তার অনেকটাই দলের খেলোয়াড়দের উপর এবং তাঁরা কীরকম ফর্মে আছেন, সেটার উপর নির্ভর করে। যখন খেলোয়াড়রা ভালো ফর্মে থাকেন, যে কোনও দলকে অনেক বেশি ইতিবাচক দেখায়।'
অনেকে বলছেন, বাজবল কথাটির অর্থ ভয়ডরহীন ক্রিকেট। যে সাহসী ক্রিকেটের কথা ভারতকে হারিয়ে উঠে বলেছেন বেন স্টোকসও। সঙ্গে হুঙ্কার দিয়েছেন, 'কোনও দল আমাদের চেয়ে ভাল হতে পারে, কিন্তু আমাদের চেয়ে সাহসী হবে না।'
কেউ কেউ আবার বলছেন, ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামের ডাকনাম বাজ আর তাঁর আগ্রাসী ক্রিকেটের দর্শনই বাজবল। সব মিলিয়ে এই একটি শব্দ নিয়ে আপাতত চর্চার শেষ নেই।
আরও পড়ুন: চেন্নাই, কেরলকে টেক্কা! ধোনির জন্মদিনে ৪১ ফুট কাট আউট, সঙ্গে বাইক র্যালি






















