IND vs NED 1st Innings: ফর্মে ফিরলেন রোহিত, অর্ধশতরান বিরাট, সূর্যর, নেদারল্যান্ডসের সামনে ১৮০ রানের লক্ষ্য
Indian Cricket Team: এই ম্যাচে ভারতীয় ওপেনারদের দিকে বিশেষ নজর ছিল। রোহিত অর্ধশতরান করলেও, ফের ব্যর্থ কেএল রাহুল। তিনি মাত্র ৯ রান করেন।
সিডনি: নেদারল্যান্ডসের বিরুদ্ধে (IND vs NED) নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যাটার রোহিতের দিকে এই ম্যাচে বিশেষ নজর ছিল। তিনি হতাশ করেননি। অর্ধশতরানের সুন্দর একটি ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে স্মরণীয় অর্ধশতরানের পর নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ডাচ বোলাররা শুরুর দিকে ভাল বোলিং করে ভারতীয় ব্য়াটারদের বেঁধে রাখতে সক্ষম হলেও শেষমেশ নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটের বিনিময়ে ১৭৯ রান তুলল ভারত।
ব্যর্থ রাহুল
গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল দুর্দান্ত জয় পেলেও, দলের দুই ওপেনার রোহিত ও কেএল রাহুল চূড়ান্ত ব্যর্থ হন। দুইজনেই ব্যক্তিগত চার রানে আউট হয়েছিলেন। তাই বিশেষজ্ঞদের মতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজেদের ফর্ম ফিরে পাওয়ার বড় সুযোগ ছিল ভারতীয় ওপেনারদের সামনে। সেই সুযোগ রোহিত কাজে লাগালেও, রাহুল পারলেন না। তাঁর হতাশাজনক বিশ্বকাপ অব্যাহত। মাত্র নয় রানে সাজঘরে ফেরেন রাহুল। রাহুল আউট হলেও, দলের দুই সবচেয়ে অভিজ্ঞ তারকা বিরাট ও রোহিত ভারতীয় ইনিংসকে স্থিরতা প্রদান করেন। পাওয়ার প্লেতে ভারতীয় তারকাদ্বয় ধারালো ডাচ বোলিংয়ের বিপক্ষে ধীরে চলো নীতিই অবলম্বন করেন। প্রথম ছয় ওভারে ভারতের রান রেট ছয়েরও কম ছিল।
তবে সুযোগ পেতেই পরিস্থিতি বুঝে রানের গতি বাড়ান দুই ব্যাটার। রোহিত নিজের অর্ধশতরানও পূরণ করেন। তবে তারপরেই ৫৩ রানে ফিরে যান তিনি। সূর্যকুমার যাদবকে এই মুহূর্তে ভারতের সবথেকে ইনফর্ম ব্যাটার বললেও ভুল হবে না। রোহিত আউট হওয়ায় তিনি কোহলিকে সঙ্গ দিতে ক্রিজে নামেন। কোহলি ও সূর্য মিলে তৃতীয় উইকেটে ভারতের হয়ে ৯৫ রান যোগ করেন। ব্যাটে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে খেলা শুরু করেন সূর্য। তিনি ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন। অপরদিকে, বিরাটও নিজের ফর্ম অব্যাহত রাখেন। ৪৪ বলে ৬২ রানে অপরাজিত থাকেন তিনি। ডাচদের হয়ে পল ভ্যান ম্যাকেরন ও ফ্রেড ক্লাসেন একটি করে উইকেট নেন। জয়ের জন্য নেদাল্যান্ডসের ১৮০ রান তাড়া করাটা কিন্তু একেবারেই সহজ হবে না।
আরও পড়ুন: গেলকে পেরলেন দুরন্ত ফর্মে থাকা কোহলি, সামনে শুধু জয়বর্ধনে