IND vs PAK: আজ কখন, কোথায় দেখবেন রোহিত-বাবর ডুয়েল?
Asia Cup 2022, IND vs PAK: এখনও পর্যন্ত মোট ৯ বার পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা।
দুবাই: গ্রুপ পর্বে দেখা হয়েছিল ২ দলের। সেই ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। আজ আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে টিম রোহিত (Rohit Sharma)। এবার সুপার ফোরের লড়াইয়ে খেলতে নামছে ২ দল। এশিয়া কাপে এখনও পর্যন্ত মোট ৯ বার পাকিস্তানের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। এবার সেই সংখ্যাটা আরও বাড়িয়ে নেওয়ার পালা।
এক নজরে জেনে নিন কোথায়, কখন, কীভাবে দেখবেন এশিয়া কাপের ম্যাচগুলি। অনলাইনেই বা কোথায় দেখবেন এই টুর্নামেন্ট।
কবে থেকে শুরু এশিয়া কাপ?
আজ, রবিবার (৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাক ম্যাচে নামবে
কোথায় হবে খেলা?
৪ সেপ্টম্বর এই খেলা আয়োজিত হতে চলেছে।
কখন হবে এশিয়া কাপের ম্যাচট?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০টা নাগাদই এশিয়া কাপের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপ?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এশিয়া কাপের ম্যাচগুলি।
অনলাইনে কীভাবে দেখবেন এশিয়া কাপ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা এশিয়া কাপের ম্য়াচগুলি দেখতে পারবেন।
পাক দলে চোটের ঢল
পাকিস্তান দল এশিয়া কাপের শুরু থেকেই চোট আঘাতে জর্জরিত। এশিয়া কাপ শুরুর আগেই চোটের জেরে শাহিন আফ্রিদি টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন। তারপর আরেক ফাস্ট বোলার মহম্মদ ওয়াসিমও চোটের জেরে খেলতে পারছেন না এশিয়া কাপে। এবার দাহানি যুক্ত হলেন সেই তালিকায়। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সম্ভবত হাসান আলিকে খেলাতে পারে। সুযোগ পেতে পারেন আরেক তরুণ ফাস্ট বোলার মহম্মদ হাসনাইনও।
শনিবারই (৩ সেপ্টেম্বর) পাকিস্তান বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে দাহানি ভারতের বিরুদ্ধে খেলতে নামতে পারবেন না। সাইড স্ট্রেনের জেরেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নামতে পারবেন না দাহানি। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচেই তিনি এই চোট পেয়েছেন। পাকিস্তান বোর্ডের রিপোর্ট অনুযায়ী দলের মেডিক্যাল দল পরবর্তী দুই, তিন দিন দাহানির চোট পর্যবেক্ষণ করবে। সেই অনুযায়ীই তিনি এশিয়া কাপের বাকি ম্যাচগুলিতে আদৌ খেলতে পারবেন কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চোটে জর্জরিত পাকিস্তান বোলিং লাইন আপে কে নেতৃত্ব দেন আজকের ম্যাচে তা দেখার।