Ind vs Pak: আতঙ্কের নাম সেই শাহিন, পাকিস্তানের বিরুদ্ধে শুরুতেই ব্যাটিং বিপর্যয় ভারতের
Asia Cup 2023: এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন।
পাল্লেকেলে: বাঁহাতি পেসাররা যেন ভারতীয় শিবিরের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন।
আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত (Ind vs Pak) - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০১৭ সালে। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতীয় ইনিংসকে তছনছ করে দিয়েছিলেন পাকিস্তানের বাঁহাতি পেসার মহম্মদ আমির।
বিশ্বকাপে পাকিস্তানের কাছে অপরাজিত ভারত - সেই তকমাটা ঘুচে গিয়েছিল ২০২১ সালে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে গুঁড়িয়ে দিয়েছিলেন বাঁহাতি পাক পেসার শাহিন শাহ আফ্রিদি।
এশিয়া কাপে শনিবার ফের আতঙ্ক তৈরি করলেন শাহিন শাহ আফ্রিদি। আগুনে স্পেলে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙে দিলেন। বাঁহাতি পেসারের শিকার? ভারতের সেরা দুই ব্যাটার - রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুজনই বোল্ড। দুজনের মধ্যে রোহিতের ব্যাট-প্যাডের মধ্যে দিয়ে বল গলে গিয়ে ভেঙে দিল স্টাম্প। আর বিরাট কোহলি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতে গিয়ে প্লেড অন হয়ে গেলেন। ২২ বলে মাত্র ১১ রান করে ফিরলেন রোহিত। ৭ বলে ৪ রান করে ফিরলেন কোহলি।
পাকিস্তানের আর এক পেসার হ্যারিস রউফ তুলে নিলেন শ্রেয়স আইয়ার ও শুভমন গিলকে। ১৪.১ ওভারে ৬৬/৪ হয়ে গেল ভারত। শুরুর ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে লড়াই করছেন ঈশান কিষাণ ও হার্দিক পাণ্ড্য।
প্রশ্ন উঠছে ভারতের কৌশল নিয়েও। জল্পনা চলছিল, রোহিতের সঙ্গে ছন্দে থাকা ঈশান কিষাণকে দিয়ে ইনিংস করানো হবে কি না তা নিয়ে। কিন্তু ওপেন করেন ফর্মে না থাকা শুভমন গিল। যিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। গিলের আত্মবিশ্বাসের অভাব প্রতিফলিত হল বাইশ গজে। প্রথম রান করলেন ১০ বলে। ৩২ বলে ১০ রান করে হ্যারিস রউফের বলে বোল্ড হলেন পাঞ্জাবের তরুণ।
শুভমন শুরুতে আটকে যাওয়ায় চাপ বাড়ল রোহিতের ওপর। যার শিকার হলেন ভারতীয় অধিনায়কও। এশিয়া কাপের আগেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তিন ম্যাচে ওপেন করে তিন হাফসেঞ্চুরি করেছিলেন ঈশান। সিরিজের সেরাও হয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ছন্দে থাকা তরুণকে কেন ওপেন করতে পাঠানো হল না, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরে ব্যাট হাতে পাল্টা লড়াই শুরু করলেন ঈশানই।
দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে রান পেলেন না শ্রেয়স আইয়ারও। পিঠের অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন। ৯ বলে ১৪ রান করে হ্যারিস রউফের বল পুল করতে গিয়ে ধরা পড়লেন শর্ট মিড উইকেটে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ভারতের স্কোর ১২৪/১। ভদ্রস্থ স্কোর তুলতে লড়ছেন ঈশান ও হার্দিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন