এক্সপ্লোর
Advertisement
টার্নিং ট্রাকে বিপজ্জনক হয়ে উঠতে পারে কেশব মহারাজ, ভারতকে হুঁশিয়ারি ডুপ্লেসিসের
বুধবার বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে ভারতীয় পরিবেশে দলের স্পিন ব্রিগেডের কথা স্মরণ করিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।
বিশাখাপত্তনম: বুধবার বিশাখাপত্তনমে ভারতের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের আগে ভারতীয় পরিবেশে দলের স্পিন ব্রিগেডের কথা স্মরণ করিয়ে দিলেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডুপ্লেসিস।ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, টার্নিং ট্রাকে কেশব মহারাজকে সামলানোর কাজটা সহজ হবে না ভারতীয় ব্যাটসম্যানদের কাছে।
ডুপ্লেসিস বলেছেন, অতীতেও আমরা দেখেছি, বল স্পিন করেছে। আর আমাদের মহারাজ রয়েছে। ও এখন বিশ্বের অন্যান্য স্পিনারদের মতোই দক্ষ। তাই পিচে বল ঘুরলে ও ভারতীয় ব্যাটসম্যানদের পক্ষে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
দলের পেস বোলিং বিকল্প নিয়ে বলতে গিয়ে ডুপ্লেসিস জানিয়েছেন, তাঁদের দলে বেশ কয়েকজন ভালো মানের পেসার রয়েছেন। তবে এক্ষেত্রে পেস যাতে নিখুঁত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেছেন, রিভার্স সুইংয়ের জন্য শুকনো মাঠ ও পিচের প্রয়োজন। সেক্ষেত্রে শুকনো পিচের সুবিধাকে কাজে লাগাতে পারি আমরা। কারণ, আমাদের কয়েকজন বোলার রয়েছেন, যাঁরা ১৪০-১৪৫ কিমি গতিতে বল করতে পারেন। বল রিভার্স সুইং করলে তা আমাদের অস্ত্র হয়ে উঠতে পারে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: ফাফ ডুপ্লেসিস (অধিনায়ক), টেম্বা বাভুমা (সহ অধিনায়ক), থিউনিস ডি ব্রইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, জুবেইর হামজা, কেশব মহারাজ, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি,লুঙ্গি এনগিডি, আনরিজ নোরজে, ভার্নন ফিলান্ডার, ডানে পিয়েডট, কাগিসো রাবাডা, রুডি সেকেন্ড।
ভারতের প্রথম একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, আর অশ্বিন, আর জাডেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক),ইশান্ত শর্মা, মহম্মদ সামি
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement