Ind vs SA, 2nd Test Match Highlights: প্রোটিয়া শিবিরে জোর ধাক্কা শার্দুলের, লড়াইয়ে ফিরল ভারত
IND vs SA, 2nd Test, Wanderers Stadium: ৩ উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন শার্দুল ঠাকুর। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। ভারতের চেয়ে একশো রানে পিছিয়ে প্রোটিয়ারা।
জোহানেসবার্গ: একটা সময় মনে করা হচ্ছিল ভারতের স্কোর ছাপিয়ে বড় ইনিংস গড়বে দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। কিন্তু দ্বিতীয় টেস্টে লড়াইয়ে ফিরল ভারত। দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতির আগে পরপর তিন উইকেট তুলে নিয়ে টিম ইন্ডিয়াকে লড়াইয়ে ফেরালেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। লাঞ্চের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০২/৪। ভারতের চেয়ে এখনও একশো রানে পিছিয়ে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে ভারতের ২০২ রানের জবাবে সোমবার, ম্যাচের প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৩৫/১। ক্রিজে ছিলেন ডিন এলগার ও কিগান পিটারসেন। মঙ্গলবার শুরুটা ভাল হয়েছিল দক্ষিণ আফ্রিকার। দ্বিতীয় উইকেটে ৭৪ রান যোগ করে ফেলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এলগার ও পিটারসেন। এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কাটা দেন মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুর। যিনি টেস্ট দলে এখনও নিয়মিত নন। তাঁর বলে ২৮ রান করে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এলগার।
৪ ওভার পরে ফের প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন শার্দুল। এবার তাঁর শিকার পিটারসেন। যিনি হাফসেঞ্চুরি করে ক্রিজে জাঁকিয়ে বসেছিলেন। ১১৮ বলে ৬২ রান করে ময়ঙ্ক অগ্রবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পিটারসেন। লাঞ্চের আগে র্যাসি ফান ডার ডাসেনকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকা শিবিরে ফের জোরাল ধাক্কা দেন শার্দুল। ১৭ বলে মাত্র ১ রান করে ফেরেন ডাসেন। লাঞ্চে ভারত এগিয়ে একশো রানে। দক্ষিণ আফ্রিকার হাতে এখনও ৬ উইকেট রয়েছে। পরের কয়েক ঘণ্টায় নির্ধারিত হয়ে যাবে যে, দক্ষিণ আফ্রিকা লিড নিতে পারবে, নাকি ভারতের প্রথম ইনিংসের স্কোরের আগেই শেষ হয়ে যাবে প্রোটিয়াদের প্রথম ইনিংস।
আরও পড়ুন: করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্ল, রয়েছে মৃদু উপসর্গ
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। ২০২ রানেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ক্রিজে ব্যক্তিগত ১১ রানে ডিন এলগার ও ১৪ রানে অপরাজিত ছিলেন কিগান পিটারসেন। দিনটা ছিল রোমাঞ্চে ভরপুর। কারণ, একদিনেই ১১টা উইকেট পড়েছিল। দ্বিতীয় দিন টেস্ট ম্যাচ জমিয়ে ভারতীয় বোলাররাও প্রত্যাঘাত করেছেন। প্রথম দিনের পুনরাবৃত্তি হলে জমজমটা ক্রিকেটীয় দ্বৈরথ দেখতে চলেছেন ভক্তরা।