এক্সপ্লোর
Advertisement
‘পরবর্তী পর্যায়ের ক্রিকেটার’, বিরাটে মুগ্ধ দীপক চাহর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। রান তাড়া করতে নেমে আরও একটি অসাধারণ ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। সেইসঙ্গে তাঁর সহ খেলোয়াড়রাও মুগ্ধ।
মোহালি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে দাপটের সঙ্গে সাত উইকেটে জয় পেয়েছে ভারত। রান তাড়া করতে নেমে আরও একটি অসাধারণ ইনিংস খেলেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। সেইসঙ্গে তাঁর সহ খেলোয়াড়রাও মুগ্ধ।
তরুণ পেসার দীপক চাহরও অধিনায়কের ব্যাটিংয়ে মুগ্ধ। তিনি বলেছেন, কোহলি পরবর্তী পর্যায়ের প্লেয়ার।
দীপক বলেছেন, ‘জানি না বিরাট ভাইয়া এত রান এত ধারাবাহিকতার সঙ্গে কীভাবে করে। ও পরবর্তী পর্যায়ের প্লেয়ার’।
ম্যাচের নিজের পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে দীপক বলেছেন, ৩০ গজ বৃত্তের বাইরে অতিরিক্ত ফিল্ডার থাকায় ডেথ ওভারে বোলিং করাটা সহজ হয়ে গিয়েছিল। পাওয়ার প্লে-র সময়ে বৃত্তের বাইরে মাত্র দুজন ফিল্ডার থাকে। কিন্তু পাওয়ার প্লে-র পর বৃত্তের বাইরে পাঁচ ফিল্ডার থাকে। ফলে ডেথ ওভারে বোলিং করাটা সহজ মনে হয়েছে।
দীপক তাঁর চার ওভারের স্পেলে ২২ রান দিয়ে চার উইকেট নিয়েছেন।
সামনের বছর অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে দীপক বলেছেন, এতটা এগিয়ে তিনি এখনই কিছু ভাবতে পারছেন না। তিনি বলেছেন, বিশ্বকাপের এখনও এক বছর বাকি। আমার মনে হয়, এখনও অনেকটাই দূরে। তাই প্রতিটি ম্যাচ শেষ ম্যাচ হিসেবে আমি দেখি। ভারতীয় দল টপ ফর্মে রয়েছে। তাই দলে জায়গা পেতে হলে খুব ভালো পারফর্ম করতে হবে। আর প্রতিটা ম্যাচেই তা করতে হবে। কেননা, এক্ষেত্রে প্রচুর প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
আগামী রবিবার সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত টি ২০ ম্যাচ হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement