IND vs SA: ভারতীয় দলের বিমানে রিঙ্কুর সঙ্গে কে ওই রহস্যময়ী মহিলা?
Rinku Singh: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে। আর সেই সিরিজ খেলতে যাওয়ার পথে বিমানে তোলা একটি ছবি হইচই ফেলে দিল।
জোহানেসবার্গ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই হীরের দেশে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা (Team India)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে। আর সেই সিরিজ খেলতে যাওয়ার পথে বিমানে তোলা একটি ছবি হইচই ফেলে দিল।
ভারতীয় দলের অন্যতম ক্রিকেটার রিঙ্কু সিংহ নিজের ইন্সটাগ্রামে সতীর্থদের সঙ্গে বিমান থেকে একটি ছবি শেয়ার করেছিলেন বুধবার। সেখানে দেখা গিয়েছিল এক মহিলাকেও। ওই ছবি দেখার পর থেকে নেট দুনিয়ায় খোঁজ শুরু হয়ে যায়, কে ওই মহিলা?
রিঙ্কু সিংহের শেয়ার করা যে ছবি নেটদুনিয়ায় শোরগোল ফেলেছে তাতে রিঙ্কু ছাড়াও আছেন কুলদীপ যাদব, তিলক বর্মা, অর্শদীপ সিংহ, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং আরও দুই সাপোর্ট স্টাফ। আর তাঁদের সঙ্গে দেখা গিয়েছে এক মহিলাকেও। এরপর থেকেই অনেকেই বলাবলি করছেন ওই মহিলাকে নিয়ে। তিনি কি রিঙ্কুর বান্ধবী? কারও কারও মনে হয়েছে, ওই মহিলা হয়তো উড়ান সংস্থার কোনও কর্মী।
যদিও জানা গিয়েছে ওই মহিলার আসল পরিচয়। রিঙ্কুদের বিমানে ওই অজ্ঞাত মহিলা আসলে রজল অরোরা। তাঁর ইন্সটাগ্রাম বায়ো বলছে, তিনি ভারতীয় দলের এবং আইপিএলের ডিজিটাল ও মিডিয়া ম্যানেজার। একই তথ্য রয়েছে রজল আরোরার এক্স হ্যান্ডলেও। গত ৮ বছর ধরে রজল ভারতীয় ক্রিকেট বোর্ডে কর্মরত। ইন্সটাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ৬০ হাজারের কাছাকাছি। তিনি পুনের সিমবায়োসিস ইন্সটিটিউট অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন থেকে স্নাতক। স্কুলে পড়ার সময় বাস্কেটবলও খেলতেন রজল। ২০১৫ সাল থেকে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে কাজ করছেন। বিরাট কোহলি-রোহিত শর্মাদের সঙ্গে অতীতে একাধিক সফরের সময় রজল আরোরাকে দেখা গিয়েছে।
রবিবার, ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজ় (IND vs SA)। তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে পৌঁছে গেল ভারতীয় দল (Indian Cricket Team)। তবে দক্ষিণ আফ্রিকায় নেমেই গণ্ডগোল। প্রবল বৃষ্টির মুখে পড়লেন সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়ালরা।
View this post on Instagram
ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে টিম ইন্ডিয়ার এদেশ থেকে দক্ষিণ আফ্রিকা সফরের বিভিন্ন ক্লিপিংস দেখা যাচ্ছে। ওই ভিডিওতেই দেখা যায় ভারতীয় দলকে স্বাগত জানাতে ডারবান বিমানবন্দরে প্রচুর লোক জমা হয়েছিল। তবে বিমানবন্দর থেকে বাসে ওঠার সময়ই বৃষ্টির কবলে টিম ইন্ডিয়া। বাধ্য হয়েই যশস্বীরা ট্রলি মাথায় নিয়েই জোর দৌড় লাগান।
আরও পড়ুন: লাল কার্ড ফেরান্দোকে, নাটকীয় ম্যাচে ২ গোলে পিছিয়ে পড়েও ড্র মোহনবাগানের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।