Mohammed Shami: চোটই কি কাল হবে? প্রোটিয়া সফরেও হয়ত অনিশ্চিত শামি
IND vs SA Test: গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন না।
মুম্বই: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়ত দেখা যাবে না মহম্মদ শামিকে (Mohammed Shami)। এই মুহূর্তে টি-টোয়েন্টি সিরিজ (T20 Series) খেলছে ভারতীয় দল (Indian Cricket Team)। এরপর ওয়ান ডে সিরিজ রয়েছে। এরপর ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজে ফেরার কথা ছিল বাংলার এই তারকা পেসারের। কিন্তু সূত্রের খবর, তিনি টেস্টেও নাকি অনিশ্চিত। গোড়ালির চোটে ভুগছেন শামি। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় টেস্ট দলের অন্যান্য সদস্যদের সঙ্গে হয়ত দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেবেন না। শোনা যাচ্ছে যে শেষ ক্রিকেটার হিসেবে অধিনায়ক রোহিত শর্মা পাড়ি দিচ্ছেন প্রোটিয়া সফরে। তবে ৩৩ বছরের ভারতীয় পেসার নাকি যাবেন না।
আগামী শুক্রবার বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, নভদীপ সাইনি, হর্ষিত রানা শুক্রবার দক্ষিণ আফ্রিকার উদ্দেশে পাড়ি দেবেন। তবে নির্বাচকরা এখনও শামির পরিবর্ত কোনও প্লেয়ারের নাম ঘোষণা করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাের্ড কর্তা জানিয়েছেন, ''শামি এই মুহূর্তে ন্য়াশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। মেডিক্যাল রিপোর্ট এলে সেই বুঝেই দলে নেওয়া হবে শামিকে।"
উল্লেখ্য, ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে খেলতে নামবে ২ দল। দ্বিতীয় টেস্ট কেপটাউনের নিউল্যান্ডসে। তবে তার আগে ২০ ডিসেম্বর থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল।
এই মুহূর্তে ভারতীয় দল থেকে বিশ্রামে রয়েছেন শামি। বিশ্বকাপের ৭ ম্য়াচে ২৪ উইকেট নিয়ে উইকেট শিকারিদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি শামির নাম প্রাথমিক তালিকায় না থাকলেও, বোর্ডের তরফে তাঁর নাম মনোনয়নের জন্য অনুরোধ করা হয় বলে খবর। বিশ্বকাপে ভাল খেলার জেরেই বিশেষ সম্মান পাওয়ার হাতছানি শামির সামনে। অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কারের পর দেশের ক্রীড়াবিদদের জন্য অর্জুন পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। এবার সেই পুরস্কার পাওয়া র দৌ়ড়ে রয়েছেন শামি। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী শামির নাম প্রাথমিক তালিকায় ছিলই না। তবে বিসিসিআইয়ের অনুরোধের জেরে তাঁর নাম এই তালিকায় শামিল করা হয়। বিশ্বকাপের প্রথম চার ম্যাচে কিন্তু সুযোগই পাননি মহম্মদ শামি। কিন্তু হার্দিক পাণ্ড্যর চোট, শামির একাদশে খেলার সুযোগ করে দেয়। এরপর বল হাতে জ্বলে ওঠেন ডানহাতি পেসার।