Ind vs SL: ইডেনে বোলারদের শাসন, ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা
Eden Gardens: ইডেনে রঙ ছড়ালেন ভারতের বোলাররা। ৩৯.৪ ওভারে শ্রীলঙ্কা ইনিংস যখন ২১৫ রানে অল আউট হয়ে গেল, তখনও আঁধার নামেনি।
![Ind vs SL: ইডেনে বোলারদের শাসন, ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা Ind vs SL 2nd ODI: Sri Lanka given target of 216 runs against India at Eden Gardens Kolkata Ind vs SL: ইডেনে বোলারদের শাসন, ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিল শ্রীলঙ্কা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/12/6d3dffc89ad6859646d87d94448478d6167352187857150_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সন্দীপ সরকার, কলকাতা: সিএবি কর্তারা পরিকল্পনা করে রেখেছিলেন, সন্ধ্যা পৌনে ছটায়, দুই ইনিংসের বিরতিতে লেজার শোয়ে রাতের আকাশে রামধনু এঁকে দেবেন।
কিন্তু ইডেনে রঙ ছড়ালেন ভারতের বোলাররা। ৩৯.৪ ওভারে শ্রীলঙ্কা ইনিংস যখন ২১৫ রানে অল আউট হয়ে গেল, তখনও আঁধার নামেনি। বাধ্য হয়ে লেজার শো পিছিয়ে দিলেন সিএবি কর্তারা।
ইডেনে টস জিতে প্রথম ব্যাটিং নিয়েছিলেন দাসুন শনাকা। শ্রীলঙ্কার অধিনায়ক পরিচিত ছকেই হেঁটেছিলেন। কারণ, ইডেনে সাম্প্রতিক সময়ে প্রথমে ব্যাট করা দলই ম্যাচ জিতেছে। সেই কৌশলই নিতে চেয়েছিলেন শনাকা।
View this post on Instagram
কিন্তু ভারতীয় বোলারদের দাপটে ধাক্কা খেল সেই পরিকল্পনা। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতে টি-টেন ক্রিকেট চালু হয়ে গিয়েছে বিভিন্ন দেশে। ১০ ওভার করে ইনিংস খেলে দুই দল। বৃহস্পতিবার ইডেনে ১০.২ ওভার বাকি থাকতে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। ভারতের সামনে মাত্র ২১৬ রানের লক্ষ্য দিয়ে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা যে ফর্মে আছেন, তাতে যে লক্ষ্যপূরণ হওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয়।
বল হাতে ভারতের নায়ক কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। একটা সময় ইডেন ছিল কুলদীপের ঘরের মাঠ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন কুলদীপ। পরে যদিও নাইটদের সঙ্গে কুলদীপের সেই সম্পর্ক তিক্ততার মধ্যে দিয়ে শেষ হয়, কিন্তু কুলদীপের ইডেন-প্রেম কমেনি। চায়নাম্যান স্পিনার ১০ ওভারে ৫১ রানে তিন উইকেট নিলেন। ৩ উইকেট সিরাজেরও। যাঁর 'উবল সিম' বল এদিন বেশ চর্চার বিষয় হয়ে উঠেছে। জোড়া শিকার উমরন মালিকের। একমাত্র নুয়ানিন্দু ফার্নান্দো (৫০) ছাড়া শ্রীলঙ্কার আর কেউই বলার মতো রান পাননি।
আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)