IND vs SL, Asia Cup LIVE: ব্যর্থ রোহিতের লড়াই, সুপার ফোরে ফের পরাস্ত ভারত, ট্রফি-স্বপ্ন কার্যত শেষ
Asia Cup 2022, Match 9, IND vs SL: ফাইনালে ওঠার লড়াইয়ে মহা গুরুত্বপূর্ণ ছিল ভারত-শ্রীলঙ্কা ম্যাচের ফল। যে ম্যাচ হেরে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে গেল ভারত।
LIVE
Background
দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল (IND vs SL Super 4)। রবিবার, ৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের সুপার ফোরের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে পরাজিত হয়েছিল টিম ইন্ডিয়া। এই হারের ফলে এশিয়া কাপের ফাইনালে ওঠার রাস্তা কঠিন হয়েছে রোহিত শর্মাদের। নিজেদের বাকি দুই ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারাতেই হবে ভারতকে। তাই কার্যত মরণ বাঁচন ম্যাচে আজ দুবাইয়ে মাঠে নামবে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। এমন এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল ঘটতে পারে।
অক্ষরকে সুযোগ ?
রবীন্দ্র জাডেজা না থাকায় গত ম্যাচে বাধ্য হয়েই ভারতীয় দলে বেশ কিছু রদবদল করতে হয়েছিল। জাডেজার অনুপস্থিতিতে দীপক হুডাকে দলে সুযোগ দেওয়া হলেও, তিনি এক ওভারও বল করেননি। ব্যাট হাতেও আহামরি পারফর্ম করতে পারেননি হুডা। তাই তিনি সম্ভবত এই ম্যাচে বাদ পড়বেন। জাডেজার বদলি হিসাবে দলে ডাক পেয়েছেন অক্ষর পটেল (Axar Patel)। তাঁর বাঁ-হাতি স্পিন বোলিং দলের আক্রমণে বৈচিত্র আনবে। তাই এই ম্যাচে তাঁর দলে সুযোগ পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে।
অক্ষর সুযোগ পেলে আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলা দুই লেগ স্পিনারের একজনকে সম্ভবত বাইরে বসতে হবে। সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহাল ও রবি বিষ্ণোইয়ের মধ্যে একজনই একাদশে সুযোগ পাবেন। বিষ্ণোই আগের ম্যাচে বেশি ভাল বল করলেও, সম্ভবত অভিজ্ঞতার জন্য চাহালই একাদশে আগে সুযোগ পাবেন। এই স্পিন যুগলের একজনের বদলে দলে আসবেন এক ফাস্টবোলার। গত ম্যাচে তৃতীয় পেসারের অভাব ভালই টের পেয়েছিল ভারত। হার্দিক পাণ্ড্য তৃতীয় পেসার হিসাবে চার ওভার বল করলেও, প্রচুর রান খরচ করেছিলেন তিনি।
পন্থ না কার্তিক?
অবশ্য খানিকটা বাধ্য হয়েই হার্দিককে তৃতীয় পেসারের ভূমিকা পালন করতে হয়েছিল। কারণ আবেশ খান আগের ম্যাচে চোটের জন্য ছিলেন না। তবে তিনি তাঁর চোট সারিয়ে মাঠে ফিরেবেন বলে আশা করা যায়। তাই দলে তিনি সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে বাড়তি ব্যাটার হিসাবে হুডা সুযোগ পাওয়ায় দীনেশ কার্তিককে বাইরে বসতে হয়েছিল। এই ম্যাচেই কার্তিক ও ঋষভ পন্থের মধ্যে একজনই খেলতে পারেন। তবে পন্থকে আরেকটা সুযোগ দিয়ে পরখ করে দেখে নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সম্ভাব্য দুই বদল করেই আজ লঙ্কাবধের উদ্দেশে মাঠে নামতে পারে টিম ইন্ডিয়া।
Ind vs SL Live: ৬ উইকেটে ভারতকে হারাল শ্রীলঙ্কা
৬ উইকেটে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে কার্যত পৌঁছে গেল শ্রীলঙ্কা। ভারতের ফাইনালে ওঠার রাস্তা কার্যত বন্ধ।
IND vs SL, Asia Cup LIVE: অশ্বিনের বলে ফিরলেন গুণতিলকা
অশ্বিনের বলে ফিরলেন গুণতিলকা (১)। ১৪ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১১০/৩।
Ind vs SL Live: চাহালের একই ওভারে ২ উইকেট
ফের ঘাতক চাহাল। তাঁর বলে আউট চরিথ আসালঙ্কা (০)।
Ind vs SL Live: শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ধাক্কা যুজবেন্দ্র চাহালের
শ্রীলঙ্কা ইনিংসে প্রথম ধাক্কা যুজবেন্দ্র চাহালের। তাঁর বলে রিভার্স স্যুইপ করতে গিয়ে রোহিতের হাতে ধরা পড়লেন পাথুম নিশাঙ্কা (৩৭ বলে ৫২ রান)। শ্রীলঙ্কার স্কোর ৯৭/১।
IND vs SL, Asia Cup LIVE: ৭ ওভারের শেষে স্কোর ৬৩/০
ঝোড়ো শুরু শ্রীলঙ্কার। ৭ ওভারের শেষে স্কোর ৬৩/০।