Rohit on Virat: টেস্টে ভারতের সাফল্যের নেপথ্যে কোহলি? বিরাট-সার্টিফিকেট রোহিতের
Ind vs SL: বিরাট কোহলির শততম টেস্টের আগে অবশ্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা। সাফ জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে এখন ভারত যে গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছে, তার কৃতিত্ব প্রাপ্য কোহলির।
![Rohit on Virat: টেস্টে ভারতের সাফল্যের নেপথ্যে কোহলি? বিরাট-সার্টিফিকেট রোহিতের Ind vs SL: Credit goes to Virat Kohli for India's Test success, says Rohit Sharma Rohit on Virat: টেস্টে ভারতের সাফল্যের নেপথ্যে কোহলি? বিরাট-সার্টিফিকেট রোহিতের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/03/c293b113ab80d3edf46de1bc018a0494_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মোহালি: বরফ কি তবে গলছে?
তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে জল্পনার শেষ নেই। কেউ বলেন, একে অপরের মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল। কেউ বলেন, মাঠে যেটুকু দেখা যায়, পুরোটাই ওপর ওপর। বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma) নাকি একে অপরকে বিন্দুমাত্র পছন্দ করেন না।
বিরাট কোহলির শততম টেস্টের আগে অবশ্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন রোহিত শর্মা। সাফ জানিয়ে দিলেন, টেস্ট ক্রিকেটে এখন ভারত যে গোটা বিশ্বের সম্ভ্রম আদায় করে নিয়েছে, তার কৃতিত্ব প্রাপ্য কোহলির।
মোহালিতেই টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে রোহিত শর্মার। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, 'দলগতভাবে আমরা খুব ভাল জায়গায় রয়েছি। এর সম্পূর্ণ কৃতিত্ব বিরাট কোহলির। এই ফর্ম্যাটে আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে তার সম্পূর্ণ কৃতিত্ব বিরাট কোহলির। বছরের পর বছর টেস্ট দলকে যেভাবে ও গড়ে তুলেছে তা এক কথায় অসাধারণ।'
গত কয়েক বছরে টেস্ট ফর্ম্যাটে, বিশেষ করে বিদেশের মাটিতে ভারতীয় সিনিয়র দলের পারফরম্যান্স অনবদ্য বললেও কম বলা হয়। ৭ দশক বাদে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জেতে ভারত। তারপর অজিভূমে কার্যত 'বি' টিম নিয়েই ফের একবার ঐতিহাসিক বর্ডার-গাওস্কর ট্রফি জয়। করোনার কারণে ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্ট স্থগিত হয়ে যায়। সেই সিরিজেও ভারত ২-১ এগিয়ে ছিল। আর টেস্টে, বিশেষ করে বিদেশের মাটিতে ভারতের এই সাফল্যের সম্পূর্ণ কৃতিত্ব বর্তমান ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকেই। মোহালিতে বিরাট আবার তাঁর কেরিয়ারে শততম টেস্ট খেলতে চলেছেন।
রোহিত শর্মা বলেন, 'বিরাট যেখান থেকে ছেড়ে গিয়েছে আমাকে সেখান থেকেই শুরু করতে হবে। আমাকে সঠিক ক্রিকেটারকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় মধ্যবর্তী জায়গায় রয়েছি। তবে আমি মনে করি না শেষ ২-৩ বছরে আমরা খুব একটা ভুল ক্রিকেট খেলেছি।'
এরপর বিরাট সম্বন্ধে বলতে গিয়ে রোহিত বলেন 'ওর কেরিয়ারের সফরটা অসাধারণ। এই ফর্ম্যাটেও বিরাট অসাধারণ পারফর্মার।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)