IND vs ZIM 1st ODI: গিল-শিখরের দাপটে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও, চোট সারিয়ে মাঠে নেমেই খুশি রাহুল
KL Rahul: বহুদিন পর চোট, করোনা সারিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যায় ভারতীয় দলের তারকা রাহুলকে। তবে প্রথম ওয়ান ডেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং করার সুযোগই পাননি রাহুল।
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ান ডেতে (IND vs ZIM 1st ODI) বৃহস্পতিবারই (১৮ অগাস্ট) মাঠে নেমেছিল ভারতীয় দল(Indian Cricket Team)। প্রত্যাশা মতোই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে বল হাতে দীপক চাহার এবং ব্যাট হাতে শুভমন গিল ও শিখর ধবনের দাপটে ১০ উইকেটে জিম্বাবোয়েকে পর্যদুস্ত করে কেএল রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া।
মাঠে নেমেই খুশি রাহুল
এই ম্যাচেই বহুদিন পর চোট, করোনা সারিয়ে জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে দেখা যায় ভারতীয় দলের তারকা রাহুলকে। ফলে তাঁর ফর্ম এবং ফিটনেসের দিকে সকলেরই নজর ছিল। দলকে নেতৃত্ব দিয়ে দাপুটে জয় এনে দিলেও, দুই ওপেনারের দাপটে ব্যাটিং করার সুযোগই পাননি রাহুল। ফলে তাঁর ফর্ম বোঝা বা ম্যাচ প্র্যাক্টিস, দুইটির কোনওটাই হল না। তাতে কী, দীর্ঘ চোট আঘাতের পর মাঠে নামতে পেরেই খুশি ভারতীয় অধিনায়ক। ম্যাচ শেষে তিনি বলেন, 'অনেকদিন মাঠের বাইরে ছিলাম। আমি মাঠে নামতে পারায় খুব খুশি। এর থেকে ভাল আর কিছু হতে পারে না। আমাদের কয়েকজনের জন্য ভারতীয় সাজঘরে ফেরাটাই দারুণ অনুভূতির। মাঠের বাইরে থাকাটা খুবই কঠিন। পুনর্বাসন প্রক্রিয়াটা খুবই বোরিং। আমারা সত্যি বলতে ফিজিওর সঙ্গে সময় কাটানোর থেকে বছরের ৩৬৫ দিন ম্যাচ খেলা পছন্দ করব।'
বোলারদের প্রশংসা
ম্যাচে ভারতীয় দলের বোলাররা শুরুতেই জয়ের ভিত গড়ে দেন। রাহুলের মতোই দীপক চাহারও বহুদিন পরে জাতীয় দলে ফিরছেন। তবে তিনি বোলিংয়ের সুযোগটা পেয়েছেন এবং সুযোগ পেয়েই বাজিমাত। নতুন বলে তিন উইকেট তুলে নিয়ে শুরুতেই জিম্বাবোয়েকে চাপে ফেলে দেন চাহার। অধিনায়ক রাহুলও জয়ের পর দলের বোলারদের প্রশংসায় ভরিয়ে দিতে কুন্ঠা করেননি। 'উইকেট নেওয়াটা সবথেকে জরুরি। এই পরিবেশে বল সিম এবং সুইং হচ্ছিল বটে। তবে তা সত্ত্বেও বলটা তো সঠিক জায়গায় রাখতে হবে। ওরা (ভারতীয় বোলাররা) সঠিক জায়গায় বল রেখে অনুশাসনের সঙ্গে বোলিং করেছে, যেটা বেশ ভাল খবর।' বলেন ভারতীয় অধিনায়ক।
কাল, শনিবার (২০ অগাস্ট) সিরিজের দ্বিতীয় ওয়ান ডেতে ফের একই মাঠে মুখোমুখি হবে ভারত-জিম্বাবোয়ে। ম্যাচ জিতে সিরিজে পকেটে পুরে নেওয়া প্রথম লক্ষ্য তো অবশ্যই। পাশাপাশি এই ম্যাচে অন্তত ব্যাটে নামার সুযোগের অপেক্ষায় থাকবেন রাহুল। ভারতীয় সমর্থকদেরও চোখ থাকবে তাঁর দিকেই।
আরও পড়ুন: বয়স যেন কমে গিয়েছে! জয়ের পর কেন বলছেন ধবন?