IND W vs NZ W: কোয়ারেন্টিনেই স্মৃতি, অনিশ্চিত কিউয়িদের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচেও
IND W vs NZ W: এখনও কোয়ারেন্টিনেই রয়েছেন তিনি। তাঁর সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছেন দলের আরও ২ ক্রিকেটার। এদিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও স্মৃতিকে ছাড়াই নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল।
ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেও স্মৃতি মন্ধানার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এখনও কোয়ারেন্টিনেই রয়েছেন তিনি। তাঁর সঙ্গে কোয়ারেন্টিনে রয়েছেন দলের আরও ২ ক্রিকেটার। এদিন প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও স্মৃতিকে ছাড়াই নেমেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ম্যাচ হারতে হয় হরমনপ্রীতদের। এই পরিস্থিতিতে ওয়ান ডে সিরিজে স্মৃতির ফেরাটা দলের জন্য খুব দরকার। তবে প্রথম ওয়ান ডে ম্যাচেও হয়ত এই বাঁহাতিকে পাচ্ছে না দল।
স্মৃতি ছাড়াও দলের আরও ২ ক্রিকেটার রেনুকা সিংহ ও মেঘানা সিংহকেও কোয়ারেন্টিন রাখা হয়েছে। তাঁদের আইসোলেশনে ও কোয়ারেন্টিনে থাকার মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন ঠিক এই রকম করা হয়েছে, তা এখনও পরিষ্কার নয়।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে হারের পরই দলের ব্য়াটার ইয়াস্তিকা ভাটিয়া জানিয়েছেন যে, ৩ ক্রিকেটারকে নিউজিল্য়ান্ড সরকারের পক্ষ থেকে আরও কিছুদিন কোয়ারেন্টিনে রাখা হয়েছে। উল্লেখ্য, এর আগে নিউজিল্যান্ড পা রাখার পর ভারতীয় দলকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল।
এদিকে ওয়ান ডে সিরিজের আগে টি-টোয়েন্টির লড়াইয়ে জয় ছিনিয়ে নিল নিউজিল্যান্ড। ১৮ রানে তারা হারিয়ে দিল ভারতীয় দলকে। এদিন প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান বোর্ডে তুলে নেয় কিউয়িরা। কিউয়ি দলের হয়ে সুজি বেটস ও ক্যাপ্টেন সোফি ডিভেইল ওপেনিংয়ে ৬০ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। সুজি ৩৬ রানের ইনিংস খেলেন। সোফি ৩১ রান করেন। বোলারদের মধ্যে দীপ্তি শর্মা ও পূজা ভাস্ত্রাকার ২টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে সাব্বিনেনি মেঘানা সর্বোচ্চ ৩৭ রান করেন। বাংলার রিচা ঘোষ ১২ রান করে প্য়াভিলিয়নে ফেরেন।
তা পড়ুন এই লিঙ্কে: রঞ্জিতে ২২ সদস্যের বাংলা দলে যুব বিশ্বকাপজয়ী রবি কুমার