এক্সপ্লোর
Advertisement
ভাঙাচোরা অবস্থায় অস্ট্রেলিয়া দল, জয়ের গন্ধ পাচ্ছে ভারত, মত জাস্টিন ল্যাঙ্গারের
অ্যাডিলেড: অস্ট্রেলিয়া দলের ভাঙাচোরা অবস্থার মধ্য়ে সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে ভারত। এমনই মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। সিরিজ শুরু হওয়ার আগে একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘জয়ের গন্ধ পাচ্ছে ওরা (ভারতীয় দল)। ২০০১-এ মহান অস্ট্রেলিয়া দলও একই জায়গায় ছিল। আমরা সেবার অল্পের জন্য ভারতে সিরিজ জিততে পারিনি। ২০০৪-এ আমরা সিরিজ জিতেছিলাম। ভারতীয় দলও এখন একই জায়গায়।’
ভারত এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। সম্প্রতি বিদেশ সফরেও ভারতীয় দলের পারফরম্যান্স ভাল না। দক্ষিণ আফ্রিকা সফরে ১-২ এবং ইংল্যান্ডে ১-৪ ফলে টেস্ট সিরিজ হেরেছে বিরাট কোহলির দল। তা সত্ত্বেও ল্যাঙ্গার বলেছেন, ‘ভারতীয় দল ভাল। ওদের দলে কয়েকজন মহান খেলোয়াড় আছে। আমরা ওদের প্রতি শ্রদ্ধাশীল থাকব। অতীতে ওরা অস্ট্রেলিয়ায় সাফল্য পায়নি। একইভাবে অস্ট্রেলিয়ারও ভারতের মাটিতে সাফল্য নেই। আমার মনে হয় ভারতীয় দলও চাপে থাকবে।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement