এক্সপ্লোর
Advertisement
দ্বিতীয় একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত
মাউন্ট মাউনগানুই: দ্বিতীয় একদিনের ম্যাচেও নিউজিল্যান্ডকে হেলায় হারিয়ে সিরিজে ২-০ এগিয়ে গেল ভারত। জয়ের জন্য ৩২৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের আক্রমণে ৪০.২ ওভারে মাত্র ২৩৪ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ভারত জিতল ৯০ রানে।
ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব সবচেয়ে বেশি ৪৫ রানে ৪টি উইকেট নিয়েছেন। এছাড়া, ভুবনেশ্বর কুমার ও যজুবেন্দ্র চাহল ২ টি করে এবং কেদার যাদব ও মহম্মহ সামি ১ টি করে উইকেট নিয়েছেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ২৩ রানে প্রথম উইকেট হারায়। গাপ্টিলকে আউট করেন ভুবনেশ্বর কুমার। এরপর কিউই দলের অধিনায়ক তথা সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে তুলে নেন মহম্মদ সামি। ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ২০ রান।
৩১ রান করে প্যাভিলিয়নে ফেরত যান কলিন মুনরো। ৮৪ রানে তৃতীয় উইকেট পড়ে। দলের ১০০ রানে ফিরে যান রস টেলর। কেদারের বলে আউট হন তিনি। এরপর কুলদীপের দাপটে নিউজিল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা বেশিক্ষণ লড়াই করতে পারেননি। শেষপর্যন্ত ফার্গুসনকে আউট করে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন চাহল।
নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান ব্রেসওয়েলের। তিনি করেন ৪৬ বলে ৫৭ রান। রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। দলের ২৩ রানে ভুবনেশ্বর কুমারের বলে আউট হয়ে যান মার্টিন গাপ্টিল। এরপর মহম্মদ সামি ফিরিয়ে দেন কিউই দলের অধিনায়ক তথা সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে। তিনি করেন ২০ রান। ৫১ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৩২৪ রান করেছে। ভারতের ইনিংসের ভিত গড়ে দেন দুই ওপেনার রোহিত শর্মা (৮৭) এবং শিখর ধবন (৬৬)। ওপেনিং জুটিতে ১৫৪ রান যোগ হয়। অল্পের জন্য নিউজিল্যান্ডের মাটিতে প্রথম সেঞ্চুরির সুযোগ হাতছাড়া হল রোহিতের। এরপর বিরাট কোহলি (৪৩), অম্বাতি রায়ডু (৪৭) ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান।শেষের দিকে মহেন্দ্র সিংহ ধোনির ৩৩ বলে অপরাজিত ৪৮ ও কেদার যাদবের ১০ বলে অপরাজিত ২২ রানে ভর করে স্কোরবোর্ডে ৩২৪ রান তোলে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement