এক্সপ্লোর
Advertisement
২২২ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ, ৭৫ রানের লিড ভারতের
তৃতীয় দিনের খেলার শুরুতে কিছুটা হলেও ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষায় ফেললেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও মিগুয়েল কামিন্সের জুটি। শেষপর্যন্ত ২২২ রানে তাদের প্রথম ইনিংস শেষ হল। ভারত ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করবে ভারত।
নর্থ সাউন্ড: তৃতীয় দিনের খেলার শুরুতে কিছুটা হলেও ভারতীয় বোলারদের ধৈর্য্যের পরীক্ষায় ফেললেন গতকালের অপরাজিত ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার ও মিগুয়েল কামিন্সের জুটি। শেষপর্যন্ত ২২২ রানে তাদের প্রথম ইনিংস শেষ হল। ভারত ৭৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছে ভারত। গতকালের ৮ উইকেটে ১৮৯ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শুরুর দিকে একদিক সামলে বেশ কিছুক্ষণ খেললেন কামিন্স। ভারতের থেকে ১০৮ রানে পিছিয়ে এদিন খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ব্যবধান কিছুটা কমালেন হোল্ডার। কোনও রান না করেও তাঁকে সঙ্গত দেওয়ার কাজ করলেন কামিন্স।শেষপর্যন্ত হোল্ডার ৩৯ রান করে মহম্মদ শামির বলে আউট হয়ে যান। তার আগে কামিন্সের সঙ্গে জুটিতে মূল্যবান ২১ রান যোগ করেন হোল্ডার।২২০ রানে নবম উইকেটের পতন হয় ওয়েস্ট ইন্ডিজের। এরপর স্কোরবোর্ডে আর দুই রান যোগ হওযার পর রবীন্দ্র জাডেজার বলে কামিন্সের ৪৫ বলে ০ রানের ইনিংস শেষ হয়।
ভারতের হয়ে ইশান্ত শর্মা ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন।এছাড়াও জাডেজা ও শামি দুটি করে এবং বুমরাহ একটি উইকেট নিয়েছেন।End of the West Indies innings. They are bowled out for 222. #TeamIndia lead by 75 runs. 5 for Ishant, 2 each for Shami & Jadeja. 1 for Bumrah #WIvIND pic.twitter.com/kFSzywVUoN
— BCCI (@BCCI) August 24, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement