এক্সপ্লোর
Advertisement
বিদেশে সাফল্য পেলে বিরাটের দলকে অসাধারণ বলা যাবে, মত ভিভ রিচার্ডসের
মুম্বই: দেশের মাটিতে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল যেভাবে সাফল্য পেয়েছে, সেটা বিদেশের মাটিতেও ধরে রাখতে হবে। তবেই বর্তমান ভারতীয় দল অসাধারণ তালিকাভুক্ত হবে। এমনই মত প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ভিভ রিচার্ডস। তিনি বিরাটের প্রশংসা করে বলেছেন, তাঁর আগ্রাসী মেজাজে কোনও গলদ নেই।
একটি অনুষ্ঠান উপলক্ষে ভারতে এসেছেন ভিভ। আইপিএল-এর আগে তিনি ভারতে আসবেন আর ক্রিকেট নিয়ে কথা হবে না, সেটা হতে পারে না। ওয়েস্ট ইন্ডিজের একদা বিশ্বসেরা দলের অন্যতম তারকা বলেছেন, ‘ঘরের মাঠে ১৩টি টেস্টের মধ্যে ১০টি জিতেছে ভারত। এই সাফল্যের পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্য পেতে হবে ভারতকে। তবেই ভারতীয় দল অসাধারণ তালিকাভুক্ত হবে।’
বিরাটের প্রশংসা করে ভিভ বলেছেন, ‘আমি শুধু ব্যাটিং নয়, উচ্চমানের খেলা দেখতে চাই। সেই কারণেই অধিনায়ক বিরাটের আগ্রাসন ভাল লাগে। ও সবসময় দলের খেলোয়াড়দের পাশে থাকে। আমি এর মধ্যে কোনও ভুল দেখি না। ভারত ভাগ্যবান যে এরকম একজনকে পেয়েছে। বিরাট একজন বিশেষ ধরনের খেলোয়াড়।’
ভিভের মতে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজই ভারতের কঠিনতম সিরিজ ছিল। সেই সিরিজে অসাধারণ সাফল্য পেয়েছে ভারত। বিরাট সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় দল ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement