অস্ট্রেলিয়াকে হারিয়ে টানা তিন বার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত
৮ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন ত্যাগী।
পোচেস্ট্রুম: জয়ের অভ্যাসে থেকেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এই নিয়ে টানা তিনবার। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার পোচেস্ট্রুমে বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহদের উত্তরসূরীরা হেলায় হারিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথদের উত্তরসূরীদের। কার্তিক ত্যাগী ও আকাশ সিংহের আগুনে বোলিংয়েই সেনউইস পার্কে চূর্ণ-বিচূর্ণ হল হলুদ দর্প। ভারতের দেওয়া লক্ষ্যমাত্রা, ২৩৪ রান তুলতেই হারে কাঁপুনি ধরল অস্ট্রেলীয়দের। অজিরা গুটিয়ে গেল ১৫৯ রানে। ৭৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। এরপর পাকিস্তান বানাম আফগানিস্তান ম্যাচের জয়ীরাই ভারতের মুখোমুখি হবে।
এদিন প্রথম ব্যাট করে যশস্বী জয়সওয়াল (৬২) ও অথর্ব আঙ্কোলেকের অপরাজিত ৫৫ রানের ইনিংসের সুবাদে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৩৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ব্যাগি গ্রিনরা। প্রথম বলে রান আউট হয়ে ফিরে যেতে হয় ওপেনার জ্যাক ফ্রেসারকে। তৃতীয় বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ম্যাকেঞ্জি হার্ভে। আর তার পরের বলেই ইয়র্কারে লচলান হিয়ারের উইকেট ছিটকে দেন ত্যাগী। পাঁচ ওভারের মধ্যেই ৪ নম্বর উইকেট হারিয়ে আরও কোণঠাঁসা হয়ে যায় অজি দল। স্যাম ফ্যাননিং (৭৫) একা লড়লেও শেষ রক্ষা করতে পারেনি। বাঁ হাতি আকাশ তাঁকে ফেরাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজি ব্যাটিং। ইনিংসের শেষ চার রানে চার উইকেট হারিয়ে ম্যাচ ও প্রতিযোগিতা থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।
৮ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট পেয়েছেন কার্তিক ত্যাগী। সাড়ে ৮ ওভার বল করে ৩ উইকেট এসেছে আকাশের ঝুলিতেও।