দ্বিতীয় টেস্ট: জয়ের গন্ধ পাচ্ছে ভারত, ম্যাচ বাঁচানোর লড়াই ইংল্যান্ডের
বিশাখাপত্তনম: বিশাখাপত্তনম টেস্টে চালকের আসনে টিম-ইন্ডিয়া৷ ভারতের দেওয়া ৪০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটের বিনিময়ে ৮৭। শেষদিনে কুকের ইংল্যান্ডের সামনে কার্যত ম্যাচ-বাঁচানোর লড়াই।
৩ উইকেটে ৯৮ রান নিয়ে এদিনের খেলা শুরু করে ২০৪ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস। ব্যাট হাতে ফের উজ্জ্বল অধিনায়ক বিরাট কোহলি।
প্রথম ইনিংসে শতরানের পর এবার অর্ধশতরান করলেন তিনি। আউট হন ৮১ রানে। ইংল্যান্ডের হয়ে ৪টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও আদিল রশিদ।
জবাবে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালই করেছিলেন দুই ওপেনার অ্যালিস্টার কুক ও হাসিব হামিদ৷ প্রথম উইকেটে ৭৫ রান ওঠে। যদিও, রান তোলার গতি অত্যন্ত শ্লথ ছিল ইংল্যান্ডের। দুই ব্যাটসম্যানের কৌশল ছিল দিনের শেষ পর্যন্ত উইকেটে টিকে থাকা।
কিন্তু, প্রায় শেষ ঘণ্টায় আঘাত হানেন ভারতীয় বোলাররা। প্রথমে ফেরেন হামিদ। ১৪৪ বল খেলে মাত্র ২৫ রান করেন তিনি। তাঁকে ফেরান রবিচন্দ্রণ অশ্বিন। দিনের শেষ বলে ফিরে যান অপর ওপেনার কুকও। ১৮৮ বল খেলে ৫৪ রান করেন অধিনায়ক। তাঁকে ফেরান জাডেজা।
পঞ্চম তথা অন্তিম দিনে জয়ের জন্য এখনও ৩১৮ রান করতে হবে কুকের দলকে। অন্যদিকে, পাঁচ ম্যাচের সিরিজে প্রথম জয়ের জন্য আট উইকেট চাই কোহলির ভারতের।