এক্সপ্লোর
Advertisement
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ভারত ও কোহলিই
দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ২-১ জিতেছে ভারত। এর সুবাদে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখল ভারত। সেই সঙ্গে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক নম্বর জায়গা দখলে থাকল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিরই।
১১৬ পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানেই রয়েছে ভারত। অন্যদিকে, ব্যাটসম্যান হিসেবে কোহলির পয়েন্ট ৯২২। তাঁর থেকে ২৫ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
অস্ট্রেলিয়া সিরিজে দুরন্ত পারফরম্যান্সে ভর করে আইসিসি র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে ভারতীয় দলের তরুণ তুর্কি ঋষভ পন্ত উঠে এসেছেন কেরিয়ারের সেরা ১৭ তম স্থানে।
বোলারদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন কাগিসো রাবাডাই।দুই ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা রয়েছেন যথাক্রমে পঞ্চম ও নবম স্থানে।
৭১১ পয়েন্ট নিয়ে ১৫ তম স্থানে উঠে এসেছেন জসপ্রিত বুমরাহ।
তিন নম্বর স্থান ধরে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের সিরিজ জিততেই হবে ইংল্যান্ডকে। আগামী বুধবার এই সিরিজ শুরু হচ্ছে। অন্যদিকে, বৃহস্পতিবার থেকে টেস্ট সিরিজে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহের জন্য লড়াই হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতলে ইংল্যান্ডের পয়েন্ট হবে ১০৯। কিন্তু এরপরও তারা ভারত ও দক্ষিণ আফ্রিকার পরে তৃতীয় স্থানে থাকবে। সিরিজে ফলাফল যাই-ই হোক, ওয়েস্ট ইন্ডিজের অষ্টম স্থানের কোনও পরিবর্তন হবে না।
অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে সিরিজের ফলাফল ওই দুই দলের র্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হবে না। তারা যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানেই থাকবে। ২-০ সিরিজ জিতলে অস্ট্রেলিয়ার পয়েন্ট বেড়ে হবে ১০৪। দুটি ম্যাচে হারলে শ্রীলঙ্কার পয়েন্ট কমে হবে ৮৯। তবে দুটি ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৯৫ এবং তা অস্ট্রেলিয়ার থেকে ২ কম হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement