(Source: ECI/ABP News/ABP Majha)
Jadeja No1 in Test Ranking: জাড্ডু-রাজ, আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে জাদেজা
Ravindra Jadeja : জেসন হোল্ডারকে (Jason Holder) পিছনে ফেলে টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে রবীন্দ্র জাদেজা। যে তালিকায় তিন নম্বরে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন।
দুবাই : অর্ধশতরান বা শতরানের পরে যোদ্ধার মেজাজে ব্যাটকে তাঁর তরোয়ালের মতো ঘোরানোর সেলিব্রেশন দেখতে অভ্যস্ত সকলে। সম্প্রতি শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টেস্টে (Test) উইকেট দখলের পর মাঠেই 'পুষ্পা-রাজ' (Pushpa Raj) স্টাইলে দাড়ির নিচে হাত চালানোও হয়েছে ভাইরাল (Viral)। তবে শুধু সেলিব্রেশনের মেজাজই নয়, ব্যাটে-বলে আপাতত টেস্ট ক্রিকেটে চলছে জাড্ডু-রাজ। আর আইসিসি-র সদ্য প্রকাশিত তালিকাতেও দেখা গেল সেই প্রতিফলন। সবাইকে পিছনে ফেলে আইসিসি ক্রমতালিকায় টেস্ট ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডারের তাজ পরলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারকে (Jason Holder) পিছনে ফেলে টেস্ট অলরাউন্ডারদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে জাদেজা। যে তালিকায় তিন নম্বরে রয়েছেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।
এদিকে আইসিসি-র টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় একধাপে উঠে দশ নম্বরে পৌঁছেছেন ঋষভ পন্থ (Rishav Pant)। দু'ধাপ উঠে বিরাট কোহলি (Virat Kohli) পাঁচে ও একধাপ নেমে রোহিত শর্মা (Rohit Sharma) ছয় নম্বরে রয়েছেন যে তালিকায়। আর আইসিসি-র বোলারদের টেস্ট ক্রমতালিকায় রয়েছেন দু'জন ভারতীয়। দু'নম্বরে অশ্বিন ও দশ জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)।
View this post on Instagram
মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৭৫ রান ও ৪ উইকেট নেন জাড্ডু। টেস্ট ক্রিকেটে ৭ নম্বরে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সর্বোচ্চ রান। রবীন্দ্র জাদেজার আগে যে নজির ছিল কপিল দেবের (Kapil Dev) দখলে।