মোহালিতেও ঘুর্ণি পিচের সামনে ইংল্যান্ড
মোহালি: বিশাখাপত্তনমের পর এবার মোহালি। ফের ইংল্যান্ডকে স্পিনের জালে আটকানোর প্রস্তুতি শেষ। একসময় দেশের সবথেকে দ্রুতগতির পিচ ছিল মোহালি। সেই মোহালির পিচে তৃতীয় টেস্টের আগে এতটুকু ঘাস নেই। মোটামুটি নিশ্চিত এবারও তিন স্পিনার নিয়ে খেলতে চলেছে বিরাট কোহলির দল। মোহালির এই পিচই একসময় ছিল দেশের মধ্যে ফাস্ট বোলারদের সবথেকে পছন্দের ২২ গজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচের আগে যদিও দুদলের ফাস্ট বোলারদের জন্য কোনও ভাল খবর নেই। তবে বিরাট কোহলিকে কিন্তু খুশি করবে মোহালির পিচ। পিচে এতটুকু ঘাস নেই। ২২ গজ একনজরে দেখেই বোঝা যাচ্ছে অশ্বিন, জাডেজা, জয়ন্ত যাদবদের সামলাতে এবারও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বিশাখাপত্তনমে ভারতীয় স্পিনারদের সামনে কার্যত আত্মসমর্পণ করে অ্যালিস্টার কুক টাস হারাকেই বিপর্যয়ের অন্যতম কারণ হিসেবে দেখিয়েছিলেন। মোহালিতেও টস গুরুত্বপূর্ণ হতে পারে। তবে দুই দলের স্পিন বোলারদের মান দেখে মনে হচ্ছে টিম ইন্ডিয়া টস জিতুক বা হারুক যে ধরণের পিচ চাইছিল ঠিক তেমনটাই বানানো হয়েছে এখানে। ফলে বিরাট কোহলিরা পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে পারে কীনা এখন সেদিকেই তাকিয়ে সমর্থকরা।