Ind vs Eng 2021: ভুবি-শার্দুল পুরস্কার পেলেন না! হতবাক কোহলি কী বললেন?
একজন প্রথমে ব্যাট হাতে করলেন ২১ বলে ৩০ রান। সঙ্গে বল হাতে নিলেন ৪ উইকেট। অন্যজন তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে শুধু রবিবারই নিয়েছেন তিনটি।
পুণে: একজন রবিবার প্রথমে ব্যাট হাতে করলেন ২১ বলে ৩০ রান। সঙ্গে বল হাতে নিলেন ৪ উইকেট। অন্যজন তিন ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে শুধু রবিবারই নিয়েছেন তিনটি। অথচ পুরস্কার প্রাপকের তালিকায় নাম নেই শার্দুল ঠাকুর বা ভুবনেশ্বর কুমার, কারওই। যা নিয়ে হতবাক বিরাট কোহলিও।
ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে ভারত। পুণেতে রবিবার ভারতের নাটকীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শার্দুল ও ভুবনেশ্বর। কিন্তু ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারান। সিরিজের সেরা হয়েছেন জনি বেয়ারস্টো। যা নিয়ে বেশ ক্ষুব্ধ বিরাট।
ম্যাচের শেষে ভারতীয় দলের অধিনায়ক বলেন, 'শার্দুল ম্যাচের এবং ভুবি সিরিজের সেরা হয়নি বলে আমি খুব অবাক হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতে ওদের দুরন্ত বোলিংয়ের স্বীকৃতি প্রাপ্য।' সেই সঙ্গে বিরাট বলেন, 'বিশ্বের সেরা দুই দল মুখোমুখি হলে উত্তেজক লড়াই হবেই। কেউই বিনা যুদ্ধে জমি ছাড়বে না। স্যাম দুর্দান্ত ইনিংস খেলে ওদের লড়াইয়ে রেখেছিল। তবে আমাদের বোলাররা উইকেট তুলে নিয়েছে। হার্দিক আর নাট্টু (নটরাজন) আমাদের ম্যাচে ফেরায়।' রবিবার অনেকগুলো ক্যাচ ফেলেছে ভারত। যা নিয়ে বিরাট বলছেন, 'যারা ক্যাচ ফেলে, তাদের মানসিক যন্ত্রণাটা সবচেয়ে বেশি হয়। তবে এ নিয়ে বেশি ভাবতে গেলে আরও ক্যাচ পড়বে।'
কেন হেরে যাওয়ার ভয় পেয়েছিলেন ভুবনেশ্বর?
পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে নাটকীয় ম্যাচ মাত্র ৭ রানে জিতে উঠে ভুবনেশ্বর বলেছেন, 'সত্যি কথা বলতে কী আমরা কিছুটা স্নায়ুর চাপে পড়ে গিয়েছিলাম। কারণ, মাঠটা বেশ ছোট। পাশাপাশি শিশিরও পড়েছিল। হ্যাঁ, আমরা চাপে পড়ে গিয়েছিলাম।' সন্ধ্যার পর শিশির পড়লে বল ভিজে যায়। আর তখন বল গ্রিপ করা বোলারদের পক্ষে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আলগা বল পড়া বা লাইন-লেংথে গোলমাল হয়ে যাওয়া তখন বেশ স্বাভাবিক হয়ে দাঁড়ায়। পাশাপাশি মাঠ ছোট হলে অনেক সময় সঠিক টাইমিং না হলেও বল ব্যাটের কানায় লেগে গ্যালারিতে চলে যায়। ফলে হতাশা বাড়ে বোলারদের। ডানহাতি পেসার ভুবি জানিয়েছেন, সেই প্রতিবন্ধকতা রবিবার রাতে ভারতীয় বোলারদেরও সামলাতে হয়েছে।