Ind vs Eng, Motera Test: দুদিনেই শেষ হওয়ার পথে মোতেরা টেস্ট, দ্বিতীয় ইনিংসে মাত্র ৮১ রানে অলআউট ইংল্যান্ড, ভারতের সামনে লক্ষ্য ৪৯
এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতের স্পিন আক্রমণের সামনে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বেন স্টোকস ২৫ ও জো রুট ১৯ রান করেন। এরপর আর যে ইংরেজ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন তিনি হলেন অলি পোপ। ১২ রান করেন তিনি।শেষপর্যন্ত ৮১ রানে অলআউট হয়ে যান তিনি।
আমেদাবাদ: মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের তৃতীয় টেস্ট দুদিনেই শেষ হয়ে যাওয়ার পথে। প্রথম দিনে ব্যাট করতে নেমে ১১২ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ৯৯ রান। কিন্তু দ্বিতীয় দিন মাত্র ৪৬ রানে ভারতের শেষ সাত ব্যাটসম্যান আউট হয়ে যান। রোহিত শর্মা সর্বাধিক ৬৬ রান করেন। বিরাট কোহলি ২৭ রান করে প্রথম দিনের শেষে আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় দিনে অশ্বিনের ব্যাট থেকে এল ১৭ রান। ইশান্ত শর্মা করলেন ১০ রান। ইংল্যান্ডের জো রুট ৬.২ ওভারে ৮ রান দিয়ে পাঁচ উইকেট পেলেন। এছাড়াও জ্যাক লিচ ৪ ও জোফরা আর্চার ১ উইকেট নেন।
এরপর দ্বিতীয় ইনিংসেও ভারতের স্পিন আক্রমণের সামনে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। বেন স্টোকস ২৫ ও জো রুট ১৯ রান করেন। এরপর আর যে ইংরেজ ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেছেন তিনি হলেন অলি পোপ। ১২ রান করেন তিনি।শেষপর্যন্ত ৮১ রানে অলআউট হয়ে যান তিনি।
ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসেও ইংল্যান্ডের ইনিংসে ধস নামালেন অক্ষর পটেল। ৩২ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে ছয় উইকেট নিয়েছিলেন তিনি। এর আগে চেন্নাইয়ে অভিষেক টেস্টেও এক ইনিংসে পাঁচ উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। অক্ষর ছাড়াও অশ্বিন ৪৮ রান দিয়ে চার উইকেট নিয়েছেন। ওয়াশিংটন সুন্দর পুরো এক ওভারও হাত ঘোরানোর সুযোগ পাননি। তিনিও একটি উইকেট নিয়েছেন।
ভারতের সামনে জয়ের লক্ষ্য ৪৯ রান। এই টেস্ট জিতলেই চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে যাবে ভারত।