IND vs ENG: সাদা বলের ফর্ম্য়াটে সিরিজ খেলতে ফের ইংল্যান্ডে পাড়ি দেবেন গিলরা, ঘোষণা হয়ে গেল সূচি
IND vs ENG Series: ২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে আসলে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১ জুলাই।

মুম্বই: কিছুদিন আগেই ইংল্য়ান্ডের মাটিতে টেস্ট সিরিজ ড্র করে ফিরেছে ভারতীয় ক্রিকেট দল। ২-২ ব্যবধানে সিরিজ ড্র করেছে গিল বাহিনী। ফের একবার ইংল্যান্ডের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় দল আগামী বছরেই। তবে এবার টেস্ট সিরিজে নয়। সাদা বলের ফর্ম্য়াটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া।
২০২৬ সালে ইংল্যান্ডের মাটিতে আসলে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১ জুলাই। চেস্টার লি স্ট্রিটে প্রথম টি-টোয়েন্টি ম্য়াচ হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৪ জুলাই ম্য়াঞ্চেস্টারে খেলা হবে। এরপর ৭ জুলাই নটিংহ্যাম, ৯ জুলাই ব্রিস্টলে ও ১১ জুলাই সাদাম্পটনে শেষ তিনটি টি-টোয়েন্টি ম্য়াচ হবে।
টি-টোয়েন্টি সিরিজের পরই ওয়ান ডে সিরিজ শুরু হয়ে যাবে। তিনটি ওয়ান ডে ম্য়াচ খেলবে ভারত ও ইংল্যান্ড। আগামী ১৪ জুলাই বার্মিংহ্যামে, ১৬ দুলাই কার্ডিফে ও ১৯ জুলাই লর্ডসে তৃতীয় ওয়ান ডে ম্য়াচ হবে।
এশিয়া কাপে সূর্যর ডেপুটি গিল?
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে শুভমন গিলই ছিলেন ভারতের নেতৃত্বে। প্রথমবার টেস্ট ফর্ম্য়াটে পূর্ণাঙ্ক সময়ের অধিনায়ক হিসেবে ইংল্য়ান্ড খেলতে গিয়েছিলেন গিল। আর প্রথম সিরিজেই নিজের ছাপ রেখেছেন। শুভমন গিলকে এশিয়া কাপেই এই ফর্ম্যাটে খেলতে দেখা যাবে। তাঁকে সূর্যর ডেপুটির দায়িত্বও দেওয়া হতে পারে। অবশ্য এই দায়িত্ব কিন্তু গিলের জন্য নতুন নয়। তিনি গত বছর ভারতের বিশ্বজয়ী দলের সদস্য না হলেও, নতুন কোচ গৌতম গম্ভীর তাঁকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করেন। তিনি ওয়ান ডে দলেরও সহ-অধিনায়ক বটে। এবার নিজের পুরনো দায়িত্ব ফিরে পেতে পারেন গিল। এর পাশাপাশি কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে গিলকে টেস্টের পাশাপাশি ওয়ান ডেতেও অধিনায়ক নির্বাচিত করা হোক।
অনেকে রিপোর্টেই দাবি করা হচ্ছে দুই বছরেরও অধিক সময় পরে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হওয়ায় বিরাট কোহলি এবং ভারতীয় দলের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার জায়গা সেই টুর্নামেন্টের জন্য পাকা নয়। সেক্ষেত্রে সহ-অধিনায়ক হিসাবে গিল নতুন নেতা হওয়ার দৌড়ে থাকবেন বটে। তবে এক বিসিসিআই সূত্র দাবি করেছেন যে রোহিত বা বিরাটের ভবিষ্যৎ নিয়ে বিসিসিআইয়ের তরফে কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।






















