India Warm Up Match: ছন্দে শামি, জাডেজা, প্রস্তুতি ম্যাচে রান পেলেন না পূজারা
IND vs ENG: প্রথম ইনিংসে ২৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ভারতের হয়ে ৩৩ রান করেন বিরাট। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন এস ভারত। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি ৩ উইকেট নেন।
লেস্টার: চারদিনের প্রস্তুতি ম্যাচে ছন্দে মহম্মদ শামি (Mohammed Shami) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ইংল্য়ান্ডের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় দিনে বল হাতে ৩টি করে উইকেট পান মহম্মদ শামি ও রবীন্দ্র জাডেজা। তবে রান পেলেন না চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ২৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। ভারতের হয়ে ৩৩ রান করেন বিরাট। দলের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন এস ভারত। ভারতীয় বোলারদের মধ্যে মহম্মদ শামি ৩ উইকেট নেন। ২টো করে উইকেট পান শার্দুল ঠাকুর ও মহম্মদ সিরাজ ২টো করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে লেস্টারশায়ারের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন ঋষভ পন্থ। ২৪৪ রানে শেষ হয়ে যায় লেস্টারশায়ারের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে ১ উইকেট হারিয়ে ৮০ রান বোর্ডে তুলে নিয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিনের শেষে ক্রিজে রয়েছেন কে এস ভারত। তিনি ৩১ রান করে অপরাজিত রয়েছেন। শুভমন গিল ৩৮ রান করেন। হনুমা বিহারী ৯ রান করে অপরাজিত রয়েছেন।
শামির সেলিব্রেশনের ভিডিও ভাইরাল কেন?
প্রস্তুতি ম্যাচেই মহম্মদ শামির উইকেট নেওয়ার পর একটি সেলিব্রেশনের ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দীর্ঘদিন পরে টেস্ট স্কোয়াডে ফিরেছেন চেতেশ্বর পূজারা। লেস্টারের হয়ে ব্যাট করতে নেমেছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। অন্যদিকে জাতীয় দলে তাঁরই সতীর্থ শামি প্রস্তুতি ম্যাচে খেলছেন তাঁর প্রতিপক্ষ হিসেবে। এদিন শামির বলেই কোনও রান না করেই বোল্ড হয়ে যান পূজারা। আর আউট হওয়ার পরেই অভিনব সেলিব্রেশন তারকা পেসারের। দৌড়ে গিয়ে পূজারার ঘাড়ের ওপর উঠে পড়েন। যদিও তাতে কোনও বিরক্তি প্রকাশ করেননি ঠাণ্ডা মাথার ক্রিকেটার হিসেবে পরিচিত পূজারা। তবে মুহূর্তের মধ্যে সেই ক্লিপিংস ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: বাংলা থেকে ফুটবলার তুলে আনতে উদ্যোগী কিংবদন্তি রোনাল্ডিনহো