IND vs NED LIVE Score: নেদারল্যান্ডসকে ১৬০ রানে দুরমুশ করে ইতিহাস গড়ল রোহিতের টিম ইন্ডিয়া
India vs Netherlands LIVE Score: ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে।
LIVE
Background
বেঙ্গালুরু: চার সেমিফাইনালিস্ট নির্ধারিত। পয়েন্ট তালিকায় ভারতের (Indian Cricket Team) শীর্ষে থাকাও নিশ্চিত। বিশ্বকাপ (ODI World Cup) থেকে ছিটকে গিয়েছে নেদারল্যান্ডস (Netherlands Cricket Team)। এমন পরিস্থিতিতে স্কট এডওয়ার্ডসের দলের বিরুদ্ধে রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। আপাত অর্থে এই ম্যাচের তেমন কোনও গুরুত্ব নেই। তবে নিয়মরক্ষার ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে রেকর্ড গড়ার হাতছানি।
২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল বিশ্বকাপে টানা আট ম্যাচ জিতেছিল। রোহিতের ভারতীয় দলও এ বিশ্বকাপে সেই কীর্তিতে ভাগ বসিয়েছে। নেদারল্যান্ডসকে হারালেই প্রথম ভারতীয় দল হিসাবে বিশ্বকাপে নাগাড়ে নয়টি ম্যাচ জিতে নেবে রোহিত শর্মার টিম ইন্ডিয়া।
আবহাওয়া
রবিবার বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা (তিন শতাংশ) কার্যত নেই। বাতাসে ৪৫ শতাংশ আর্দ্রতা থাকবে। আকাশে অবশ্য মেঘে ঢাকা থাকবে। ম্যাচ চলাকালীন তাপমাত্র ১৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যেই থাকার পূর্বাভাস রয়েছে।
পিচ রিপোর্ট
চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ সাধারণত ব্যাটারদের স্বর্গ। উপরন্তু, ছোট বাউন্ডারির ফলে স্টেডিয়ামে বড় বড় রান হয়। এই বিশ্বকাপেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। প্রথমে ব্যাট করে নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৪০১ ও ৩৬৭ রান করেছে চিন্নাস্বামী। তবে এই বিশ্বকাপে এই মাঠেই আবার ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ১৫৬ ও ১৭১ রানে অল আউট হয়ে গিয়েছে। তাই আগেভাগে কিছু বলাটা একেবারেই সম্ভব নয়।
হেড-টু-হেড
ভারত এবং নেদারল্যান্ডস ওয়ান ডে ফর্ম্যাটে বিশ্বকাপের মঞ্চেই দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে। ২০০৩ সালের বিশ্বকাপে ভারতীয় দল নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান করতে ব্যর্থ হয়েছিল। ডাচদের সামনে লক্ষ্য ছিল মাত্র ২০৪ রান। তবে ১৩৬ রানেই গুটিয়ে যায় ডাচদের ব্যাটিং ইনিংস। ১২ বছর আগেও ভারতের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। সেই ম্যাচে মাত্র ১৮৯ রানেই শেষ হয়ে যায় নেদারল্যান্ডস ইনিংস। ১৪ ওভার বাকি থাকতে জয় পায় ভারতীয় দল।
আরও পড়ুন: ইডেনে হাফসেঞ্চুরি, ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসাবে বিশ্বকাপে এই রেকর্ড গড়লেন রুট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ODI World Cup 2023 Live: অধিনায়কের সাফল্য
চলতি বিশ্বকাপে নয়ে নয় করে ফেলল ভারত। ২৫০ রানে অল আউট নেদারল্যান্ডস। তেজা নিদামানুরুকে ৫৪ রানে আউট করে নেদারল্যান্ডসের ইনিংসে ইতি টানলেন রোহিত শর্মা। ১৬০ রানে জিতল ভারত।
IND vs NED Live: জয়ের দোরগোড়ায় ভারত
রুলফ ভ্যান ডার মারওয়াকে আউট করে নেদারল্যান্ডসকে অষ্টম ধাক্কা দেন রবীন্দ্র জাডেজা। আরিয়ান দত্তর উইকেট ছিটকে ভারতকে নবম সাফল্য এনে দিলেন যশপ্রীত বুমরা। জয়ের দোরগাড়ায় ভারত। ৪৩ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ২৪৩/৯।
ODI World Cup 2023 Live: সপ্তম সাফল্য
ম্যাচের দ্বিতীয় সাফল্য পেলেন কুলদীপ যাদব। ১৬ রানে আউট হলেন লোগান ভ্যান বিক। ৪৩ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ২১৪/৭।
IND vs NED Live: সাফল্য পেলেন সিরাজ
অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্টকে ৪৫ রানে আউট করেন মহম্মদ সিরাজ। ৪০ শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৯০/৬।
ODI World Cup 2023 Live: চাপ বাড়ছে
নেদারল্যান্ডসের উপর চাপ ক্রমশ বাড়ছে। ৩৭ ওভার শেষে নেদারল্যান্ডসের স্কোর ১৬৯/৫। জয়ের জন্য ডাচদের ৭৮ বলে আরও ২৪২ রান করতে হবে।