এক্সপ্লোর
চতুর্থ টি ২০ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা টিম ইন্ডিয়ার
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতীয় দলের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হল। জানা গেছে, অধিনায়ক বিরাট কোহলি এক্ষেত্রে অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত ব্যবস্থা মেনে নেন।
![চতুর্থ টি ২০ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা টিম ইন্ডিয়ার India vs New zealand t 20 series: Team India fined 40 per cent of its match fee for slow over-rate in fourth match চতুর্থ টি ২০ ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা টিম ইন্ডিয়ার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/21075009/teamindia2009.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতীয় দলের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হল। জানা গেছে, অধিনায়ক বিরাট কোহলি এক্ষেত্রে অভিযোগ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত ব্যবস্থা মেনে নেন। সেজন্য আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অল ফিল্ড আম্পায়ার ক্রিস ব্রাউন ও শন হেইগ ও তৃতীয় আম্পায়ার অ্যাশলে মেহরোত্রা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারার অভিযোগ দায়ের করেন। আইসিসি এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
খেলোয়াড় ও খেলোয়াড়দের সহায়ক কর্মীদের জন্য আইসিসি-র আচরণ বিধির ২.২২ ধারা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে সংশ্লিষ্ট দলের প্রতি ওভার পিছু তাদের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা করা হয়।
উল্লেখ্য, চলতি সিরিজে ভারত এখন ৪-০ এগিয়ে। তৃতীয় ম্যাচের মতো চতুর্থ ম্যাচেরও ফয়সালা হয় সুপার ওভারে। চতুর্থ ম্যাচে নির্ধারিত সময়ে উভয় দলই ১৬৫ রান করে। সুপার ওভারে নিউজিল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য ১৫ রানের লক্ষ্য রাখে। ভারত সেই লক্ষ্যে একবল বাকি থাকতেই পৌঁছে যায়।
আগামীকাল রবিবার মাউন্ট মউনগানুইতে সিরিজের শেষ তথা পঞ্চম ম্যাচ। এই ম্যাচ জিতে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য টিম ইন্ডিয়ার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)