Mohammed Siraj: শেষ দিন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিংকে তছনছ করে দেবে অশ্বিন, হুঙ্কার সিরাজ়ের
Ind vs WI: যশপ্রীত বুমরা-মহম্মদ শামির অনুপস্থিতিতে যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলেছিলেন।
পোর্ট অফ স্পেন: হাতে রয়েছে সর্বোচ্চ ৯৮ ওভার। চাই আরও ৮ উইকেট। আশঙ্কাও রয়েছে। বাকি ২৮৯ রান তুলে নিয়ে ম্যাচ জিতে সিরিজ অমীমাংসিত করে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজও (Ind vs WI)।
তবু জয়ের স্বপ্নে বুঁদ মহম্মদ সিরাজ় (Mohammed Siraj)। যশপ্রীত বুমরা-মহম্মদ শামির অনুপস্থিতিতে যিনি ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ভারতীয় পেস বোলিংকে নেতৃত্ব দিচ্ছেন। পোর্ট অফ স্পেনে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংসে ৫ উইকেট তুলেছিলেন। হায়দরাবাদের পেসারের মতে, অফস্পিনার আর অশ্বিন ঠিকই ভারতের হয়ে জয় ছিনিয়ে আনবেন। সিরাজ় বলছেন, 'উইকেট যেরকম আচরণ করছে, তাতে অশ্বিন ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটিংকে তছনছ করে দেবে। বল ঘুরছে।'
রবিবার সিরাজ দেখিয়ে দিয়েছেন, টিম ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা রেখে ভুল করেনি। এমন একটি পিচে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় দ্বিতীয় টেস্ট হচ্ছে, যেখানে সিমাররা বিশেষ সুবিধে পাচ্ছেন না। অথচ সেই পিচেই ২৯ বছরের তারকা পেসার ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে নিজের পরিকল্পনাকে কাজে লাগিয়ে ৬০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন।
চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সিরাজ বলেছেন, ‘আমি আমার পরিকল্পনা সুন্দর ভাবে কার্যকর করেছি। বিশেষ করে যখন বল রিভার্স স্যুইং করতে শুরু করে। পিচে কিছু ছিল না, আমি স্টাম্প থেকে স্টাম্পে বল করার পরিকল্পনা করেছি। পাশাপাশি প্রতিপক্ষকে সহজে রান করতে না দেওয়া এবং পুরো বিষয়টাই সহজ রাখার পরিকল্পনা ছিল।'
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs WI) দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর ভারতীয় বোর্ডের ওয়েবসাইটের হয়ে মুকেশ কুমারের সাক্ষাৎকার নেন মহম্মদ সিরাজ। হায়দরাবাদের পেসার ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। সিরাজ বলেন, 'ভাই তোমার কাহিনি শুনে আমি স্তম্ভিত। অভাবনীয় উত্থান।' মুকেশ তখন বলেন, 'আমাকে যখন বলা হয়, তুমি এই টেস্টে খেলছো, কী বলব, বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। ভাবছিলাম, এটা কি সত্যি হচ্ছে!' যোগ করেছেন, 'প্রথম উইকেট নেওয়ার পর বিরাট ভাই, রোহিত ভাইরা এসে জড়িয়ে ধরল। আমি ভাবছিলাম, যাদের টিভিতে দেখতাম, তারা আমাকে আলিঙ্গন করছে! করমর্দন করছে!' সিরাজ বলেন, 'সত্যিই এই অনুভূতি বলে বোঝানো কঠিন।'
আরও পড়ুন: হিটম্যানের অনন্য নজির, টেস্টে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন