এক্সপ্লোর
টেস্ট ক্রিকেটই পছন্দের ফরম্যাট, বলছেন ওয়েস্ট ইন্ডিজের ১৪০ কেজি ওজনের অলরাউন্ডার রহকিম কর্নওয়াল
কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন ১৪০ কেজি ওজনের রহকিম কর্নওয়াল। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স হয়েছে কর্নওয়ালের। এজন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। বোলিং ও ব্যাটিং-দুই বিভাগেই স্বচ্ছন্দ তিনি।

নয়াদিল্লি:কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ। এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন ১৪০ কেজি ওজনের রহকিম কর্নওয়াল। ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স হয়েছে কর্নওয়ালের। এজন্যই তাঁকে দলে নেওয়া হয়েছে। বোলিং ও ব্যাটিং-দুই বিভাগেই স্বচ্ছন্দ তিনি। ২০১৪-তে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপর থেকে ৫৫ টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৬০ উইকেট নিয়েছেন। করেছেন ২২২৪ রান। সম্প্রতি ভারত এ দলের বিরুদ্ধে আনঅফিসিয়াল টেস্ট সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছেন। ক্যারিবিয়ান দলে সুযোগ পাওয়ার পর কর্নওয়াল বলেছেন, টেস্ট ক্রিকেটেই তাঁর পছন্দের ফরম্যাট। কারণ, এক্ষেত্রে কোনও খেলোয়াড়কে টানা ধারাবাহিকতা দেখাতে হয়। প্রথম শ্রেণীর ক্রিকেট বেশ কয়েকবার চ্যালেঞ্জ নিয়েছে। এতে আমার খুব ভালো লেগেছে। টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ দলে ডাক পাওয়াটা তাঁর কেরিয়ারের সেরা মুহূর্ত বলে জানিয়েছেন কর্নওয়াল। ২৬ বছরের কর্নওয়ালের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি। ওজন ১৪০ কেজি। কর্নওয়াল বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা তাঁর অনুপ্রেরণা। আর দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জ্যাক কালিসকে আদর্শ বলে মনে করেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















