Ravi Shastri on Ranji Trophy: রঞ্জি ট্রফি নিয়ে এই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন রবি শাস্ত্রী
Ravi Shastri on Ranji Trophy: এ ব্যাপারেও তাঁর নিশানা যে বিসিসিআই (bcci)। তা স্পষ্ট। ভারতের এই ঘরােয়া ক্রিকেট টুর্নামেন্ট গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল।
মুম্বই: রঞ্জি ট্রফি নিয়ে বড় বয়ান দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (ravi shastri)। এ ব্যাপারেও তাঁর নিশানা যে বিসিসিআই (bcci)। তা স্পষ্ট। ভারতের এই ঘরােয়া ক্রিকেট টুর্নামেন্ট না আয়োজন করা হলে, ভারতীয় ক্রিকেট মেরুদণ্ডহীন হয়ে যাবে বলে মন্তব্য করেন শাস্ত্রী। গত ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি। কিন্তু বোর্ড সেই টু্র্নামেন্টে স্থগিতাদেশ দিয়েছিল কোভিডের বাড়বাড়ন্তের জন্য। তবে শাস্ত্রীর একটি ট্যুইট যেন বিতর্ক বাড়িয়ে দিয়েছিল। যার জন্য় বোর্ড সচিবের পক্ষ থেকে জানানো হয় পরে যে ২ টো ভাগে এবারের রঞ্জি হবে। কিন্তু পুরো ঘটনাটি কী?
গত জানুয়ারির ১৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি। কিন্তু দেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছিল এই ঘরােয়া টু্র্নামেন্টে। সেই ইস্যুতেই নিজের ট্যুইটারে মুখ খুলেছিলেন শাস্ত্রী। তিনি লেখেন, ''রঞ্জি ট্রফি ভারতীয় ক্রিকেটের মেরুদণ্ড। যখন থেকে এই টুর্নামেন্টকে উপেক্ষা করা শুরু হবে, তখন থেকেই ভারতীয় ক্রিকেট মেরুদণ্ডহীন হয়ে যাবে।''
The Ranji Trophy is the backbone of Indian cricket. The moment you start ignoring it our cricket will be SPINELESS!
— Ravi Shastri (@RaviShastriOfc) January 28, 2022
রঞ্জি টুর্নামেন্ট নিয়ে ধীরে চলো নীতি নিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট বোর্ড। তবে এদিন শাস্ত্রীর ট্যুইটের কিছুক্ষণ পরেই বিসিসিআই সচিব জয় শাহ এক বিবৃতিতে জানান, এবারের টুর্নামেন্ট ২ ধাপে করার ব্যাপারে। তিনি লেখেন, ''বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি ২ টো ভাগে আয়োজন করা হবে। প্রথম ভাগে লিগ পর্যায়ের সব ম্যাচ হবে। পরের পর্যায়ে নক আউটের ম্যাচগুলো হবে। ফেব্রুয়ারি-মার্চে প্রথম পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে। জুনে নক আউটের ম্যাচ হবে।''