Indonesia Masters 2022: ইন্দোনেশিয়ান মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু, লক্ষ্য
Indonesia Masters: অন্যদিকে টমাস কাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্য সেনও দুর্দান্ত পারফর্ম করছেন ইন্দোনেশিয়ান মাস্টার্স ওপেনে। পিভি সিন্ধুও কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন।
জাকার্তা: ইন্দোনেশিয়ান ওপেনে দুরন্ত ফর্মে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন। ২ জনেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ইন্দোনেশিয়ার অবাছাই গ্রেগরিয়া মারিস্কা তুনজুংয়ের বিরুদ্ধে এদিন নেমেছিলেন সিন্ধু। মুখোমুখি সাক্ষাতে ৬ বার সিন্ধুর কাছে হারতে হয়েছিল ইন্দোনেশিয়ার (Indonesian Open 2022) প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিনও এগিয়ে থেকেই কোর্টে নেমেছিলেন সিন্ধু। একটা সময় ১০-৫ ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু। কিন্তু দারুণ কামব্যাক করেন তুনজুং। প্রথম গেমে পিছিয়ে থেকেও ১৫-১৫ করে ফেলেন এবং তীব্র লড়াই চালিয়ে প্রথম গেম জিতে নেন ২১-১৮ ব্যবধানে। দ্বিতীয় গেমে ২১-১৫ ও তৃতীয় গেম ২১-১১ ব্যবধানে জিতে ম্যাচ পকেটে পুরে নেন সিন্ধু। ১ ঘণ্টা ১১ মিনিটের লড়াই শেষে জয় পান সিন্ধু।
অন্যদিকে টমাস কাপজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্য সেনও দুর্দান্ত পারফর্ম করছেন ইন্দোনেশিয়ান মাস্টার্স ওপেনে। বিশ্বের ১৩ নম্বর শাটলার ডেনমার্কের রাসমাস জেমের বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য। ৫৪ মিনিটে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয় পান লক্ষ্য। খেলার ফল ২১-১৮, ২১-১৫ লক্ষ্যের। তৃতীয় বাছাই চাইনিজ তাইপের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন লক্ষ্য।
ছোটবেলা থেকেই ছেলেকে গড়েছেন একেবারে কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে। নিজে ব্যাডমিন্টন খেলতেন। পরে অ্যাকাডেমিতে অনুশীলনও করিয়েছেন। ছোট ছেলে লক্ষ্যর ব্যাডমিন্টনের প্রতি ভালবাসা নজর এড়ায়নি তাঁর। কিন্তু শর্ত দিয়েছিলেন যে, যদি যদি খেলতে হয় তবে পরিশ্রম করতেই হবে। কোনও শর্টকার্ট হবে না। তরুণ লক্ষ্যের ছোট্ট কেরিয়ারে এখনই যা সাফল্য এসেছে, তার নেপথ্যে রয়েছে বাবা ডি কে সেনের নিষ্ঠা ও সাধনাও। টমাস কাপে সিঙ্গলসে ইন্দোনেশিয়ার অ্য়ান্থনি গিনটিংকে (AS Ginting) হারিয়ে দিয়েছিলেন ভারতের লক্ষ্য সেন (Lakshya Sen)। ভারতের ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর লক্ষ্য।
আরও পড়ুন: মাঠের বাইরেও তিনিই 'কিং', আবার বুঝিয়ে দিলেন বিরাট