এক্সপ্লোর
চোটের কারণে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নাদালের

মেলবোর্ন: চোটে কাবু হয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় রাফায়েল নাদালের। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের মাঝপথেই চোট পেয়ে ছিটকে যান নাদাল। এদিন কোয়ার্টার ফাইনালে মারিন চিলিচের সঙ্গে ম্যারাথন লড়াইয়ের মধ্যে হঠাত্ই পায়ের পেশিতে টান অনুভব করাতে সরে দাঁড়ান নাদাল। চিলিচের পক্ষে খেলার ফল ছিল ৩-৬, ৬-৩, ৬-৭(৫-৭), ৬-২, ২-০। নাদাল ছিটকে যাওয়ায় এই নিয়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে চিলিচ।
https://twitter.com/RafaelNadal/status/955803238300770305 খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















