এক্সপ্লোর
Advertisement
বক্সিং ডে টেস্টে দলে ফিরতে পারেন চোট পাওয়া পৃথ্বী শ, বলছেন রবি শাস্ত্রী
অ্যাডিলেড: প্রস্তুতি ম্যাচে গোড়ালিতে চোট পাওয়া তরুণ ক্রিকেটার পৃথ্বী শ দ্রুত ফিট হয়ে উঠছেন। মেলবোর্নে বক্সিং ডে টেস্ট ম্যাচে তিনি ভারতীয় দলে ফিরতে পারেন। এমনই জানালেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। তিনি অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, ‘পৃথ্বীকে চোট পেতে দেখে খুব খারাপ লেগেছিল। তবে ভাল বিষয় হল, ও সুস্থ হয়ে উঠছে। ও হাঁটা শুরু করেছে। ও যদি এই সপ্তাহের শেষদিক থেকে দৌড় শুরু করতে পারে, তাহলে সেটা খুব ভাল লক্ষণ হবে। ওর বয়স কম। তাই ও দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে। পার্থের ম্যাচের আগে আমরা ওর বিষয়ে সিদ্ধান্ত নেব।’
কাল থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ডি মিড উইকেটে একটি ক্যাচ ধরতে গিয়ে গোড়ালি মচকে যাওয়ায় প্রথম টেস্টে খেলতে পারবেন না পৃথ্বী। তবে তিনি দ্রুত সুস্থ হয়ে যাবেন বলেই আশা করছেন শাস্ত্রী।
এই সিরিজ প্রসঙ্গে ভারতের প্রধান কোচ বলেছেন, ‘ঘরের মাঠে কোনও দলই দুর্বল নয়। ঘরের মাঠে সব দলই শক্তিশালী। যে দলের বিরুদ্ধেই খেলা হোক না কেন, আমি মনে করি অস্ট্রেলিয়া পূর্ণশক্তি নিয়েই খেলবে। তবে আমাদেরও প্রতিভা ও অভিজ্ঞতা আছে। বোলিং বিভাগে আমাদের দক্ষতা আছে। এই সিরিজে সেটা আমাদের কাজে লাগবে। অন্তত ৬-৭ জনকে একসঙ্গে ভাল খেলতে হবে। তবেই আমরা জিততে পারব।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement