ABP Exclusive: প্রবল গরমে ম্যাচ খেলার পরদিনই প্র্যাক্টিসে নেমে পড়লেন ট্রফি জিততে মরিয়া সুনীলরা
Intercontinental Cup 2023: শনিবার রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন স্তিমাচ। প্রতিপক্ষের কাছে দলের কৌশলগত কোনও তথ্য পৌঁছে যাক, চান না ক্রোয়েশিয়ার কোচ।
সন্দীপ সরকার, ভুবনেশ্বর: রাজা সংক্রান্তি। স্থানীয় ভাষায় বলে, রাজ্জো। ১৪-১৬ জুন - তিনদিন উৎসবে মেতে উঠবে ওড়িশা। হাতে আর মাত্র দিন তিনেক সময়। তাই কেনাকাটার ভিড় চোখে পড়ছে ভুবনেশ্বরের সর্বত্র।
গাড়ির চালক টিটুনা বলছিলেন, 'মহিলাদের উৎসব এটা। তিনদিন ধরে চলবে। তার জন্যই নতুন পোশাক কেনার ভিড়। এই তিনদিন মহিলারা কোনও বাড়ির কাজ করবে না। খেলাধুলোর মেতে থাকবে। চাষবাসের কাজও বন্ধ থাকবে। কেউ খালি পায়ে হাঁটবে না। ভূমিকে শ্রদ্ধা জানানোর জন্য এই রীতিনীতি মানা হয়। বর্ষার আগে মাটিকে শুদ্ধ করা হয়। যাতে বৃষ্টির জল পরিশুদ্ধ মাটিতে পড়ে।'
উৎসবের মধ্যে পাশে দাঁড়ানোর বার্তাও রয়েছে। শনিবার বিকেলে ভুবনেশ্বরের (Bhubaneshwar) বিখ্যাত মার্কেট বিল্ডিং বাজারে গিয়ে দেখা গেল, থিকথিকে ভিড়। চারিদিকে কালো মাথার সারি। অনেকটা নিউ মার্কেটে পুজোর কেনাকাটার মতো দৃশ্য। আর তার মাঝেই মঞ্চ বেঁধে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছে ওড়িশা পুলিশ। উদ্দেশ্য অবশ্য ভয়াবহ রেল দুর্ঘটনার জন্য ত্রাণ তহবিল গড়ে তোলা। বয়নিকা স্টোরের সামনের মঞ্চ থেকে সঞ্চালক স্থানীয় ভাষায় বলছিলেন, 'করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কথা ভুলে যাইনি কেউ। মানুষের পাশে দাঁড়ান। সাধ্যমতো ত্রাণ তহবিলে সাহায্য় করুন।' সামনে রাখা কাচের বাক্সে কেউ দশ তো কেউ পঞ্চাশ টাকার নোট দিয়ে যাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছেন উদ্যোক্তারা।
ভুবনেশ্বরের আর এক প্রান্তে তখন অন্য ছবি। সেভেনথ ব্যাটেলিয়ন মাঠে বিকেলে প্র্যাক্টিসে নেমে পড়েছিলেন ভারতীয় ফুটবলাররা (Indian Football Team)। সেখানে উৎসবের রেশ নেই। ট্রেন দুর্ঘটনার জন্য ভাবনা রয়েছে। শুক্রবার মঙ্গোলিয়া ম্যাচের আগে যে কারণে নীরবতাও পালন করা হয়েছিল। কিন্তু পেশাদারিত্বে ভাটা নেই। এমনকী, আগের দিন রাতে ম্যাচ খেলে ওঠার ১৯ ঘণ্টার মধ্যে অনুশীলনে নেমে পড়েছেন সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতেরাও।
দেখলে কে বলবে যে, পরাজয় কিংবা ড্র নয়, মঙ্গোলিয়ার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করেছে ভারত!
ইন্টারকন্টিনেন্টাল কাপ (Intercontinental Cup 2023) জিততে এতটাই মরিয়া কোচ ইগর স্তিমাচ ও তাঁর ছাত্ররা যে, তিন পয়েন্ট পাওয়ার পরদিনই সদলবলে নেমে পড়েছেন প্র্যাক্টিসে। শনিবার অবশ্য রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন স্তিমাচ। প্রতিপক্ষের কাছে দলের কৌশলগত কোনও তথ্য পৌঁছে যাক, চান না ক্রোয়েশিয়ার কোচ। তবে জানা গেল, প্রথমে ম্যাচ না খেলা ফুটবলারদের অনুশীলন করার কথা থাকলেও, সুনীল-সহ সকলেই তাতে যোগ দেন।
শনিবার বিকেলে ভুবনেশ্বরে আচমকা ঝড় ওঠায় প্র্যাক্টিস বাতিল করে দেয় লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু। লেবাননের ফুটবলাররা শুধু সকালে ১০টা থেকে ঘণ্টাদুয়েক কলিঙ্গ স্টেডিয়ামের ডি ব্লকে জিম সেশন করেন। বিকেলে আর কেউ হোটেল ছেড়ে বেরননি। ভারতীয় দল অবশ্য ঝড় উপেক্ষা করেই মাঠে নেমে পড়েছিল।
২০১৮ সালে প্রথম ইন্টারকন্টিনেন্টাল কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। কিন্তু পরের বছরই ট্রফি ছিনিয়ে নিয়ে যায় উত্তর কোরিয়া। এবার সেই ট্রফি দেশে ফেরাতে বদ্ধপরিকর ভারতীয় দল। পরের ম্যাচ সোমবার। ভারতের সামনে দুর্বল ভানুয়াতু। কিন্তু ট্রফি জিততে মরিয়া সুনীলরা প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না।
তাই দুর্যোগ হোক বা ক্লান্তি, ভারতীয় ফুটবলাররা ঘাম ঝরিয়েই চলেছেন।
আরও পড়ুন: ওড়িশাকে ভারতের ফুটবল হাব গড়ে তুলব, সুনীলদের ম্যাচ দেখতে এসে ঘোষণা মুখ্যমন্ত্রীর