এক্সপ্লোর
Advertisement
দেখুন: চেন্নাই সুপার কিংসের অনুশীলনে একের পর এক বড় শট ধোনির
চেন্নাই: কয়েকদিন আগে অনুশীলন শুরু হয়েছে গতবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু কিসের যেন অভাব ছিল। ম্যানেজমেন্টও অনুশীলনের আনুষ্ঠানিক ঘোষণা করেননি। কিন্তু রবিবার থেকে বদলে গেল ছবিটা। তেল খাওয়া মেশিনের মতো দেখাল চেন্নাই সুপার কিংস দলকে। প্রত্যেকেই যেন অতিরিক্ত ঘাম ঝরাচ্ছিলেন। মনে হচ্ছিল, এবার পুরোদস্তুর অনুশীলন শুরু হল। এই পরিবর্তনের জন্য কৃতিত্ব চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির। রবিবারই তিনি এমএ চিদম্বরম স্টেডিয়ামে দলের প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।
গত শুক্রবার চেন্নাইয়ে আসেন ধোনি। তারপর থেকেই নিজের কাজ শুরু করে দেন। তাঁকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ব্যাটিং কোচ মাইক হাসির সঙ্গে আলোচনা করতেও দেখা যায়।
ফ্লেমিং ও হাসির সজাগ নজরের সামনে ব্যাটিং অনুশীলন করলেন ধোনি, সুরেশ রায়না ও কেদার যাদবরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেননি ধোনি। বিশ্রাম নিয়ে তরতাজা ধোনি ফিটনেস ও শট খেলায় অন্যদের তুলনায় একটু এগিয়ে রয়েছেন বলেই মনে হল। রাঁচিতে তৃতীয় একদিনের ম্যাচের আগে ছয় মারার প্রতিযোগিতার মতো চেন্নাইয়ের হয়ে অনুশীলনের প্রথম দিন নেটে একের পর এক বড় শট খেলতে দেখা গেল ধোনিকে।
আগামী ২৩ মার্চ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে চেন্নাই।140 seconds of Classic #Thala Dhoni! #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/079ZXqdUaS
— Chennai Super Kings (@ChennaiIPL) March 16, 2019
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement