এক্সপ্লোর
Advertisement
অনুশীলনে রাসেলের শটে গুঁড়িয়ে গেল ক্যামেরার কাচ, ভিডিও শেয়ার কেকেআর-এর
রাসেল খুব একটা টেকনিক নিয়ে মাথা ঘামান না। কিন্তু শক্তির দাপটে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। কেকেআর-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে রাসেলের একটি ভিডিও আপলোড করা হয়েছে।
কলকাতা: সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হয়েছে ত্রয়োদশ আইপিএল। আগামীকাল টুর্নামেন্টে অভিযান শুরু করবে দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ২০১৪-তে আইপিএলের প্রথম পর্বের খেলা হয়েছিল আমিরশাহিতে। সেবার টুর্নামেন্টে জয়ী হয়েছিল নাইট ব্রিগেড। এবার নাইটদের আইপিএল অভিযানে অন্যতম ভরসা ক্যারিবিয়ান পাওয়ার-হিটার আন্দ্রে রাসেল।
ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ব্যাটসম্যান বড় শট খেলায় সিদ্ধহস্ত। সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে একের পর এক ম্যাচ একার হাতে বের করে এনেছেন তিনি। আইপিএলও তার ব্যতিক্রম নয়। গত মরশুমেও আইপিএলে কয়েকটি প্রায় হেরে যাওয়া ম্যাচে জিতিয়ে দিয়েছিলেন কেকেআর-কে। ২০১৯-র মরশুমে আইপিএল মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছিলেন অলরাউন্ডার রাসেল। যদিও কেকেআর গতবার প্লেঅফেও যেতে পারেনি।
৫০-র বেশি গড় ও ২০০-র বেশি স্ট্রাইক রেটে ৫০০-র বেশি রান করেছিলেন রাসেল। ৫২ টি ছক্কা হাঁকিয়েছেন এই জামাইকান। গত মরশুমে মেন ইন গোল্ড অ্যান্ড পার্পেলে সর্বাধিক উইকেট সংগ্রহকারীও ছিলেন তিনি। এবারের মরশুমে স্বাভাবিকভাবেই কেকেআরের অন্যতম ভরসা রাসেল।
আগামীকাল বুধবার নাইটরা খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে।
রাসেল খুব একটা টেকনিক নিয়ে মাথা ঘামান না। কিন্তু শক্তির দাপটে বোলারদের রাতের ঘুম কেড়ে নেন। কেকেআর-এর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে রাসেলের একটি ভিডিও আপলোড করা হয়েছে। ভিডিওতে অনুশীলনেই বিধ্বংসী মেজাজ দেখা গিয়েছে রাসেলের। ভিডিওকে রাসেলকে বড় বড় শট খেলতে দেখা গিয়েছে। আর একটা শটে তো ক্যামেরার কাচই গুঁড়িয়ে গেল।
দেখুন ভিডিও-
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement