এক্সপ্লোর
আজ আইপিএলের নিলাম: নজর থাকবে যে পাঁচ বিদেশী ক্রিকেটারের দিকে
বুধবার কলকাতায় বসছে আইপিএলের নিলামের আসর। ১৩তম আইপিএলের নিলামে উঠবেন ৩৩২ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।
কলকাতা: বুধবার কলকাতায় বসছে আইপিএলের নিলামের আসর। ১৩তম আইপিএলের নিলামে উঠবেন ৩৩২ জন খেলোয়াড়। তাঁদের মধ্যে পাঁচজন বিদেশি ক্রিকেটারকে নিয়ে আগ্রহ থাকবে সবচেয়ে বেশি।
গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
অস্ট্রেলিয়া দলের এই বিধ্বংসী ব্যাটসম্যান সম্প্রতি মানসিক স্বাস্থ্যের কারণ দেখিয়ে বিরতি নিয়েছিলেন। এই ঘটনায় ক্রিকেট মহলে বেশ আলোড়ন পড়ে যায়।গত মাসেই ক্লাব ক্রিকেটে ফিরেছেন এবং আইপিএলেও খেলবেন বলে জানান তিনি। এর আগে তিনি কিংস ইলেভেন পঞ্জাব, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলস (ক্যাপিটাল)-এর হয়ে খেলেছেন।
ম্যাক্সওয়েল আইপিএলে ২২.১ গড়ে ও ১৬১.১৩ স্ট্রাইক রেটে ১,৩৯৭ রান করেছেন। অস্ট্রেলিয়ার যে পাঁচ ক্রিকেটারের বেস প্রাইস ২ কোটি টাকা, তাঁদের মধ্যে একজন ম্যাক্সওয়েল।
ইওন মর্গ্যান (ইংল্যান্ড)
নিলামে গত জুলাইয়ে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক মর্গ্যানের দিকে নজর থাকবে। নিলামে তাঁর পেস প্রাইস দেড় কোটি টাকা। আইপিএলে শেষবার ২০১৭ তে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে খেলেছিলেন। গতবার অবিক্রিত থেকে যান। বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ৭১ বলে ১৪৮ রান করেন। ওই ইনিংসে ১৭ ছক্কা ছিল।
জেসন রয় (ইংল্যান্ড)
দক্ষিণ আফ্রিকা-জাত জেসন রয় ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে বিপজ্জনক ব্যাটসম্যানের মধ্যে একজন জেসন রয়। টি ২০ তে তাঁক স্ট্রাইক রেট ১৪৫। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এর আগে তিনি গুজরাত লায়ন্স ও দিল্লি ক্যাপিটালের হয়ে খেলেছেন।
তবরেজ শামসি (দক্ষিণ আফ্রিকা)
ইমরান তাহিরের অবসরের পর শামসি দক্ষিণ আফ্রিকা দলে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম পছন্দের স্পিনার হিসেবে উঠে এসেছেন। সম্প্রতি উইকেট নেওয়ার পর ম্যাজিক দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নজর কেড়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ঘরোয়া টি ২০ লিগে পার্ল রকসের হয়ে নয় ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।
শিমরন হেটমেয়ার (ওয়েস্ট ইন্ডিজ)
বিশ্ব ক্রিকেটে অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে উঠে আসছেন হেটমেয়ার। ক্রিস গেইলের উত্তরসূরী মনে করা হচ্ছে তাঁকে। ২২ বছরের এই ক্রিকেটারের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা। ভারতের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুরন্ত সেঞ্চুরি করেন তিনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement