IPL 2021, DC vs SRH: আজ আইপিএলে দিল্লি-হায়দরাবাদ লড়াই, কখন, কোথায় দেখবেন ম্যাচ?
IPL 2021, Delhi Capitals vs Sunrisers Hyderabad: প্রথম পর্বে ৭ টির মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় হয় হায়দরাবাদের। হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারকে সরানোর পর এখন অধিনায়কত্বের দায়িত্ব আছেন কেন।
দুবাই: আইপিএলের দ্বিতীয় পর্বে আজ দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলতে নামছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে ২ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথম পর্বে এখনও পর্যন্ত ৮ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচে জয় হয় ঋষভের দলের। অন্যদিকে চলতি মরসুমে একদমই ভাল জায়গায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম পর্বে ৭ টির মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় হয় হায়দরাবাদের। হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারকে সরানোর পর এখন অধিনায়কত্বের দায়িত্ব আছেন কেন। অন্যদিকে শ্রেয়স ফিরে এলেও দ্বিতীয় পর্বেও আইপিএলে দিল্লির নেতৃত্বে দেখা যাবে ঋষভ পন্থকে।
এদিকে ম্যাচে নামার আগেই চাপে সানরাইজার্স শিবির। করোনা আক্রান্ত হয়েছে টি নটরাজন। তাঁর সংস্পর্শে আসা ৬ প্লেয়ারকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিজয় শঙ্কর। এছাড়াও বাকিরা হলেন টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশন। আইপিএলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘রুটিন আরটি-পিসিআর টেস্টে সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন করোনা পজিটিভ চিহ্নিত হয়েছেন। তিনি বাকিদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তাঁর কোনও উপসর্গ নেই। মেডিক্যাল টিম নটরাজনের সান্নিধ্যে আসা ৬ জনকে চিহ্নিত করেছে এবং তাঁদেরও আইসোলেশনে পাঠানো হয়েছে।'